স্পোর্টস ডেস্ক:: দীর্ঘ দিন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচক ছিলেন হাবিবুল বাশার সুমন।জাতীয় দল নির্বাচনের গুরুত্বপূর্ণ দায়িত্ব হারিয়েছেন তিনি। বিসিবি দুই নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু ও হাবিবুল বাশার সুমনকে সরিয়ে দিয়েছে।
নির্বাচকের দায়িত্ব হারানোর পর হাবিবুল বাশার সুমন নতুন দায়িত্ব পেয়েছেন। ক্রিকেট বোর্ডের নারী বিভাগের প্রধানের দায়িত্ব পালন করবেন এই বোর্ড পরিচালক। নারী বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন বিসিবির পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল এমপি।
সুমনকে নারী বিভাগের প্রধান করা হলেও সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুু অবশ্য এখনো কোনো বড় দায়িত্ব পাননি। বিসিবির গত বোর্ড সভায় এই দুই নির্বাচক জাতীয় দল নির্বাচনের দায়িত্ব থেকে অব্যাহতি পান।
ক্রিকেট বোর্ড মহিলা উইংয়ের হেড অব অপারেশনসের দায়িত্ব দিয়েছে সুমনকে। মঙ্গলবার এই বোর্ড পরিচালক নিজের দায়িত্বও বুঝে নিয়েছেন। এসময় নারী বিভাগে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিভাগের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল ও নারী দলের অধিনায়ক নিগার সুলতানা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post