স্পোর্টস ডেস্কঃ ইংলিশ প্রিমিয়ার লিগে আরেকবার শেষ সময়ের গোলে জিতল লিভারপুল। নটিংহাম ফরেস্টকে আজ ১-০ গোলে হারিয়েছে তারা। যোগ করা সময়ের শেষদিকে এসে অলরেডদের গোল এনে দেন দারউইন নুনেস। তাতে লিগ টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করল ইয়ের্গুন ক্লপের দল।
এই জয়ে প্রিমিয়ার লিগ শিরোপা দৌড়ে এ সপ্তাহেও শীর্ষে থাকা নিশ্চিত করল লিভারপুল। ২৭ ম্যাচে তাদের পয়েন্ট ৬৩। দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটি এক ম্যাচ কম খেলে ৪ পয়েন্ট পেছনে। দিনের অন্য ম্যাচে ব্রেন্টফোর্ডের সঙ্গে ২–২ গোলে ড্র করেছে চেলসি। পয়েন্ট তালিকায় চেলসির অবস্থান ১১ নম্বরে, ব্রেন্টফোর্ড ১৫–তে।
এদিকে ফরেস্টের মাঠে শনিবার ম্যাচের প্রথমার্ধে গোল পায় নি লিভারপুল। দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ালেও গোল পাওয়া হচ্ছিল না কোনোমতেই। শেষ পর্যন্ত যোগ করা সময়ের শেষ মিনিটে পাওয়া কর্নারই ছিল সর্বশেষ সুযোগ। আর সেই কর্নারেরই একপর্যায়ে আলেক্সিস মাক-অ্যালিস্টারের বাড়ানো বল হেডে জালে জড়ান নুনেস। ৬০ মিনিটে বদলি নামা উরুগুইয়ানের সৌজন্যে লিভারপুল পায় ৩ পয়েন্টের দেখা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post