স্পোর্টস ডেস্ক:: নারীদের ওয়ানডে বিশ্বকাপে আজ মাঠে নামছে বাংলাদেশ। প্রতিপক্ষ সেই পাকিস্তান। যে পাকিস্তানের কাছে হেরে বিশ্বকাপের বাছাই পর্ব থেকে ছিটকে যাওয়ার উপক্রম হয়ে ছিলো টাইগ্রেসদের। তবে ভাগ্যের জোরে, ওয়েস্ট ইন্ডিজের মেয়েদের নীট রানরেটের হিসেবের ভুলে দ্বিতীয়বার ওয়ানডে বিশ্বকাপে কোয়ালিফাই করে বাংলাদেশ।
বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই সেই পাকিস্তানকে পেয়েছে টাইগ্রেসরা। নারীদের বিশ্বকাপের আয়োজক ভারত। তবে পাকিস্তান দেশটিতে খেলতে যাবে না। সেজন্য ভারতকে সহ আয়োজক করতে হয়েছে শ্রীলঙ্কাকে। পাকিস্তান নিজেদের সব ম্যাচ খেলবে লঙ্কাদ্বীপে। কলম্বোতে বিকেলে বাংলাদেশ ও পাকিস্তান মাঠে নামবে, দুই দলেরই এবারের বিশ্বকাপে এটি প্রথম ম্যাচ।
ওয়ানডে বিশ্বকাপে মেয়েদের একটি মাত্র জয় আছে। সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপে হ্যামিল্টনে পাকিস্তানকে হারিয়েছিল বাংলাদেশ। ৫০ ওভারের বিশ্বকাপ অভিষেকে বাংলাদেশ ওই একটি ম্যাচই জিতেছিল। আট দলের বিশ্বকাপে সেই এক ম্যাচ জিতেই সপ্তম হয়েছিলো বাংলাদেশ। টাইগ্রেসদের কাছে হেরে যাওয়া পাকিস্তান অস্টম হয়েছে রানরেটে পিছিয়ে থাকার কারণে।
আইসিসি নারী ওয়ানডে র্যাঙ্কিংয়ে পাকিস্তানের চেয়ে এক ধাপ এগিয়ে বাংলাদেশ। তবে মুখোমুখি লড়াইয়ে আবার ৮-৭ ব্যবধানে এগিয়ে পাকিস্তান। বাংলাদেশ সেই ব্যবধানে আজ সমতা আনতে চাইবে কলম্বোর প্রেমাদাসায়।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০