স্পোর্টস ডেস্কঃ আবু ধাবিতে আজ (বুধবার) থেকে শুরু হবে আফগানিস্তান-আয়ারল্যান্ডের মধ্যকার একমাত্র টেস্ট। এই টেস্টের জন্য গত সোমবার ১৬ সদস্যের দল দিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। এই টেস্টের ভেন্যু ছিল আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়াম। কিন্তু সেখান থেকে সরানো হয়েছে ম্যাচ। এই মাঠের পাশেই অবস্থিত টলারেন্স ওভালে হবে টেস্টটি।
ভেন্যু বদল প্রসঙ্গে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শেখ জায়েদ স্টেডিয়ামে ১ থেকে ৩ মার্চ স্কুল স্পোর্টস চ্যাম্পিয়নশিপ হবে বলে টেস্ট আয়োজন করতে পারবে না। ম্যাচটি হবে টলারেন্স ওভালে। আর এই ভেন্যুই আজ সকালে পেতে যাচ্ছে ইতিহাসের ১২২তম টেস্ট ভেন্যুর মর্যাদা। এদিকে আইরিশদের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য ঘোষিত দলে একাধিক পরিবর্তন এনেছে এসিবি।
সবশেষ শ্রীলঙ্কার বিপক্ষে খেলা একমাত্র টেস্টের দল থেকে চোটের কারণে নেই ইয়ামিন আহমাদজাই ও মোহাম্মদ সালিম। দলে ফিরেছেন অভিষেকের অপেক্ষায় থাকা পেসার মোহাম্মদ ইব্রাহিম। ডাক পেয়েছেন অভিষেকের অপেক্ষায় থাকা লেগ স্পিনার খলিল গুরবাজও।
আফগানিস্তান টেস্ট দল: হাশমাতউল্লাহ শহিদি (অধিনায়ক), রহমাত শাহ, ইকরাম আলিখিল, রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, নুর আলি জাদরান, আব্দুল মালিক, বশির শাহ, নাসির জামাল, করিম জানাত, খলিল গুরবাজ, জাহির খান, জিয়া-উর রহমান, নিজাত মাসুদ, ইব্রাহিম আব্দুলরাহিমজাই ও নাভিদ জাদরান।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post