স্পোর্টস ডেস্ক:: এশিয়া কাপের সুপার ফোরে ভারতের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। টস জিতে টাইগাররা ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে। ভারতের বিপক্ষে খেলছেন না নিয়মিত অধিনায়ক লিটন দাস। তরুণ ব্যাটসম্যান জাকের আলী অনীক নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশ দলকে।
টসের সময় বাংলাদেশের আজকের ম্যাচের অধিনায়ক জাকের আলী অনীক জানিয়েছেন, ইনজুরির জন্য লিটন খেলছেন না। নিয়মিত অধিনায়ক দ্রুতই ফিরবেন প্রত্যাশা করেন তিনি। লিটন ছাড়াও বাংলাদেশ একাদশে তিনটি পরিবর্তন করেছে। তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম এবং মেহেদী হাসানকে বাদ দেয়া হয়েছে।
একাদশে সুযোগ পেয়েছেন ন রিশাদ হোসেন, তানজিম সাকিব এবং সাইফউদ্দিন। লিটনের পরিবর্তে ব্যাটার হিসেবে সুযোগ পেলেন পারভেজ হোসেন ইমন। বাংলাদেশ দল আগের ম্যাচের একাদশ থেকে চার পরিবর্তন করে আজকে মাঠে নেমেছে।
বাংলাদেশ একাদশ: সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক (অধিনায়ক ও উইকে), শামীম হোসেন পাটোয়ারী, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব, মোহাম্মদ সাইফুদ্দিন, মোস্তাফিজুর রহমান।
ভারতীয় একাদশ: অভিশেক শর্মা, শুভমান গিল, তিলক ভার্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), সাঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), শিবাম দুবে, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, কুলাদিপ যাদব, জসপ্রিত বুমরাহ, বরুণ চক্রবর্তি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০