নিজস্ব প্রতিবেদকঃ গেল ক’দিন ধরেই দেশের ক্রিকেটে আলোচনা চলছে, কে হচ্ছেন জাতীয় দলের নতুন ব্যাটিং ও বোলিং কোচ? সেই প্রশ্নের উত্তর এখনও আনুষ্ঠানিকভাবে দেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে বাতাসে ভেসে বেড়াচ্ছে নানান গুঞ্জন।
শুরুতে শোনা যায় বাংলাদেশ জাতীয় দলের ব্যাটিং কোচ হচ্ছেন স্টুয়ার্ট ল। যিনি কিনা অনূর্ধ্ব-১৯ দলের প্রধান কোচ হিসেবে কাজ করছিলেন, অতীতে জাতীয় দলেও কাজ করেছেন। ফের একবার জাতীয় দলে ঢোকার কথা শোনা গেলেও, শেষ পর্যন্ত আর সেটি হচ্ছে না।
এবার শোনা যাচ্ছে নতুন ব্যাটিং কোচের নাম। আর তিনি হলেন ডেভিড হেম্প। যিনি কিনা বর্তমানে বিসিবির এইচপির কোচ হিসেবে কাজ করছেন। তবে এবার জাতীয় দলে আসতে যাচ্ছেন বারমুডার সাবেক এই ক্রিকেটার। সবশেষ জাতীয় দলের নিউজিল্যান্ড সফরে অন্তবর্তীকালীন ব্যাটিং কোচ হিসেবে কাজ করেছেন।
ডেভিড হেম্পের বিসিবির আগ্রহের বেশ কিছু কারণও জানা যাচ্ছে। তিনি অন্যদের তুলনায় বেতন ভাতা কম নিবেন। যা বিসিবিকে আকর্ষিত করেছে। এছাড়া সময়ও বেশি দেবেন অন্যান্যদের তুলনায়। এই বিষয়টিও বিবেচনায় নিয়েছে বিসিবি। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের যুগে যেটি সাধারণত পাওয়া দুষ্কর।
তাই সব ঠিক থাকলে সাকিব-মুশফিক-লিটন-শান্তদের ব্যাটিং কোচ হতে যাচ্ছেন বারমুডার সাবেক এই ক্রিকেটারই। যদিও ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে হেম্পের সুদীর্ঘ ও বর্ণাঢ্য ক্যারিয়ার রয়েছে হেম্পের। তবে এবারই প্রথম পুরুষ জাতীয় দলের কোনো কোচিং পদে দেখা যাবে তাকে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post