নিজস্ব প্রতিবেদক:: বিপিএলের সিলেট পর্বের টিকিট মিলবে মাত্র ২০০ টাকা থেকে ২ হাজার টাকায়। এবার বিপিএলের সব টিকিট বিক্রি করা হবে অনলাইনে। সরাসরি কোনো টিকিট বিক্রয় করা হবে না। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।
আগামি ২৬ ডিসেম্বর থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে বিপিএলের প্রথম পর্ব। আগামিকাল ২১ ডিসেম্বর থেকে বিপিএলের টিকিট বিক্রি শুরু হবে অনলাইনে। ক্রিকেট বোর্ডের নির্ধারিত ওয়েবসাইটে ঢুকে টিকিট কাটতে হবে দর্শকদের।
সিলেটে সর্বনিম্ন দাম রাখা হয়েছে ২০০ টাকায। গ্রীণ গ্যালারির টিকিট মিলবে ২০০ টাকায়। শহীদ আবু তুরাব স্ট্যান্ডের টিকিটও মিলবে সর্বনিম্ন দামে। শহীদ আবু সাঈদ স্ট্যান্ডের টিকিট মিলবে ২৫০ টাকায় টাকা। ক্লাব হাউজের টিকিট মিলবে ৫শ টাকায়। ৬শ টাকায় মিলবে ক্লাব হাউজ জিরো ওয়েস্ট জোনের টিকিট। দর্শকরা গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিট কিনতে পারবেন সর্বোচ্চ দাম দুই হাজার টাকায়।
আগামিকাল রোববার বিকাল ৪টা থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্ধারিত ওয়েব সাইটে টিকিট বিক্রি শুরু হবে। রেজিষ্ট্রেশনকৃত দর্শকরা টিকিট কাটতে পারবেন। নতুনদের আগে রেজিষ্ট্রেশন করতে হবে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০































