স্পোর্টস ডেস্ক:: বাংলাদেশ বিমান বাহিনীর বিশেষ বিমানে করে দেশে ফিরিয়ে আনা হচ্ছে বাংলাদেশ দলকে। নেপালের কাঠমান্ডুতে অবরুদ্ধ অবস্থা থেকে অবশেষে দেশে ফিরছেন জামাল ভুঁইয়ারা। বৃহস্পতিবার সকালেই তারা কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
বিকেল ৩টায় বাংলাদেশ দলকে বহনকারী বিমান ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছার কথা। সরকারের ব্যবস্থাপনায় বিমান বাহিনীর একটি বিশেষ বিমান পাঠানো হয়েছে কাঠমান্ডুতে। সেখানে ফিফা প্রীতি ম্যাচ খেলতে যাওয়া বাংলাদেশ জাতীয় দলের ফুটবলার ও ম্যাচ কাভারেজে যাওয়া সাংবাদিকরা আটকা পড়েছেন।
স্বাগতিক নেপালের বিপক্ষে ম্যাচ খেলার কথা ছিলো বাংলাদেশের। দেশটিতে চলমান সরকার বিরোধী আন্দোলনের কারণে অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েসন (আনফা) ম্যাচটি বাতিলের সিদ্ধান্ত নেয় সোমবার। বাংলাদেশ দল সোমবার অনুশীলনের জন্যও বাইরে যেতে পারেনি। নেপাল দল হোটেল ছেড়ে মাঠে যাওয়ার চেষ্টা করেও পারেনি।
এমন পরিস্থিতিতে অল নেপঅর ফুটবল অ্যসোসিয়েশন ম্যাচটি ‘ক্লোজডোর’ আয়োজন করতে চেয়েছিলো। দর্শকহীন স্টেডিয়ামে খেলতে চেয়েছিলো নেপাল। তবে বাংলাদেশ দল নিরাপত্তার শঙ্কায় ক্লোজডোর ম্যাচ খেলতে অস্বীকৃতি জানায়। সরকার বিরোধী আন্দোলনে এখন পর্যন্ত বিশ জনের মতো বেসামরিক মানুষ নিহত হয়েছেন নেপালে।
এমন পরিস্থিতিতে বাংলাদেশ ফুটবল ফেডারেশন এক দিন আগেই জাতীয় দলকে দেশে ফিরিয়ে আনছে। বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে আজ বিকাল ৩টায় নেপাল ছাড়ার কথা জামাল ভুঁইয়া-মোরসালিনদের। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে এই কথা। আজ বিকেল ৩টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশে ফিরবেন জামাল-মোরসালিনরা।
দুটি ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলতে হামজা-সমিতদের ছাড়াই নেপালে গেছে বাংলাদেশ দল। গত শনিবার প্রথম ম্যাচে গোলশূন্য ড্র করেছে জামালরা। আজ দ্বিতীয় ম্যাচটি হওয়ার কথা থাকলেও তা বাতিল করা হয়।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
































