নিজস্ব প্রতিবেদক:: অবশেষে বহুল আলোচিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন সম্পন্ন হয়েছে। এবারের নির্বাচনে বলার মতো লড়াই হয়েছে সাবেক দুই ক্রিকেটার খালেদ মাসুদ পাইলট ও দেবব্রত পালের মধ্যে। ক্যাটাগরি তিনের এই দুই প্রার্থীর একজন বিকেলে নির্বাচন বয়কট করেন। তবে তিনি ভোটও পেয়েছেন কয়েকটা।
ক্রিকেট বোর্ডে জাতীয় ক্রীড়া পরিষদের কোটায় দুই পরিচাক হয়ে এসেছেন ইশফাক আহসান ও ইয়াসির মো. ফয়সাল আশিক। দু’জনেই ব্যবসায়ী। সম্পৃক্ত আছেন বিএনপির রাজনীতিতে।
ক্যাটাগরি তিনে ভোটার ছিলেন ৪৫জন। তাদের মধ্যে ভোট দিয়েছেন ৪৩ জন। পাইলট ও দেবব্রতের লড়াইয়ে অসহায় আত্মসম্পূর্ণ করেছেন দেব্রবত পাল। সাবেক অধিনায়ক পাইলটের ৩৫টি ভোটের বিপরীতে দেবব্রত পাল পেয়েছেন মাত্র ৭টি ভোট। দীর্ঘ দিন কোয়াবের সম্পাদকের দায়িত্ব থাকা দেবব্রত পাল ভোট বর্জন করেন বিকেলে।
বোর্ডের এবারের নির্বাচনে মোট ভোটার ছিলেন ১৯১ জন। তবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়া পরিচালকদের বিভাগের ভোটারদের বাদ দিয়ে ১৫৬ জন ভোটারের আজ ভোট দেওয়ার কথা ছিল। তবে সবাই ভোট দেননি। ৭৩.৭১ শতাংশ ভোট পড়েছে। অর্থাৎ ভোট দিয়েছেন ১১৫ জন। প্রধান রিটার্নিং কর্মকর্তা শেখ জোবায়েদ হোসেন এমন তথ্য জানিয়েছেন।
জেলা ও বিভাগের ক্যাটাগরি-১ এ নির্বাচন হয়েছে শুধু ঢাকা, রাজশাহী ও রংপুর বিভাগে। রাজশাহী থেকে মুখলেসুর রহমান ৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। রংপুর বিভাগে হাসানুজ্জামানও ৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, বাকি দুজনের মধ্যে নূর এ শাহাদাৎ ১ ও রেহাতুল ইসলাম খান শূন্য ভোট পেয়েছেন।
ঢাকা বিভাগেও নামে ভোট হয়েছে। এই বিভাগে প্রার্থী আবদুল্লাহ আল ফুয়াদ রেদুয়ান গতকালই নির্বাচন বয়কটের ঘোষণা দেন। তিন প্রার্থীর মধ্যে দু’জন নির্বাচিত হবেন। আগের দিন ফুয়াদ বয়কট করলে আমিনুল ১৫ ও সহ সভাপতি নাজমূল ১৫টি করে ভোট পেয়ে নির্বাচিত হন।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বিভাগীয় বেশ কয়েকজন পরিচালক। চট্টগ্রাম বিভাগে আহসান ইকবাল চৌধুরী ও আসিফ আকবর, খুলনায় আব্দুর রাজ্জাক ও জুলফিকার আলী খান, সিলেটে রাহাত শামস ও বরিশালে শাখাওয়াত হোসেনকে নামতে হয়নি নির্বাচনী লড়াইয়ে। ক্যাটাগরি-২ থেকে পরিচালক নির্বাচিত হয়েছেন ১২জন। মোট ৭৬টি ভোটের মধ্যে সর্বোচ্চ ৪২টি করে ভোট পেয়েছেন বিসিবির সাবেক সভাপতি ও রেঞ্জার্স ক্রিকেট একাডেমির কাউন্সিলর ফারুক আহমেদ, ধানমন্ডি স্পোর্টস ক্লাবের কাউন্সিলর ইসতিয়াক সাদেক ও ঢাকা মেরিনারের শানিয়ান তানিম। এ ছাড়া ঢাকা স্পারটাসের আমজাদ হোসেন ও যাত্রাবাড়ী ক্রীড়া চক্রের মেহরাব আলম চৌধুরী ৪১টি করে ভোট পেয়েছেন।
৪০টি করে ভোট পেয়েছেন রূপগঞ্জ টাইগার্সের আদনান রহমান, উত্তরা স্পোর্টিং ক্লাবের ফায়াজুর রহমান ও প্রাইম দোলেশ্বরের আবুল বাশার। ৩৯টি ভোট পেয়েছেন সাবেক বিসিবি পরিচালক ও রেগুলার স্পোর্টিং ক্লাবের কাউন্সিলর মনজুর আলম, ৩৭টি ভোট পেয়েছেন ট্যালেন্ট হান্ট ক্রিকেট একাডেমির এম নাজমুল ইসলাম ও সাবেক বিসিবি পরিচালক এবং ভাইকিংস ক্রিকেট একাডেমির ইফতেখার রহমান পেয়েছেন ৩৪ ভোট।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০