স্পোর্টস ডেস্ক:: অভিষেক শর্মার শুরুর ঝড় থামিয়ে ভারতকে নাগালেই রেখেছে বাংলাদেশ। টাইগাদের বিপক্ষে আগে ব্যাট করতে নামা বাংলাদেশ ৬ ওভার শেষেই তুলে ফেলে ৭৫ রান। একটা সময় মনে হচ্ছিলো বড় লক্ষ্য দিতে যাচ্ছে সুর্যকুমার যাদবের দল।
তবে শেষ পর্যন্ত ম্যাচে ফিরে বাংলাদেশ। দুর্দান্ত বোলিংয়ে ভারতকে ১৬৮ রানে আটকে রাখে। ১৬৯ রানের টার্গেটে ব্যাট করতে নামবে বাংলাদেশ।
টস হেরে ব্যাট করতে নামা ভারত দারুণ শুরু করে। টাইগার অধিনায়ক জাকের আলী অনীক অভিষেক শর্মার ক্যাচ মিস করেন শুরুতেই। দুই ওপেনার ৬.২ ওভারেই তুলে ফেলেন ৭৭ রান। ১৯ বলে ২৯ রান করা গিলকে ফিরিয়ে ভারতের উদ্বোধনী জুটি ভাঙেন রিশাদ হোসেন। তবে এক প্রান্ত আগলে রেখে দারুণ ব্যাট করেন শর্মা। পাঁচ ছক্কা ও ছয় চারে ৩৭ বলে ৭৫ রান করা এই ব্যাটসম্যানকে রানআউটে ফিরিয়ে ভারতের রানের গতি কমায় বাংলাদেশ। হার্দিক পান্ডিয়ার ৩৮ ও প্যাটেলের ১০ রানে ভারত থামে ৬ উইকেটে ১৬৮ রানে।
বাংলাদেশের হয়ে রিশাদ ২টি, মুস্তাফিজ ও সাকিবরা ১টি করে উইকেট লাভ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০