স্পোর্টস ডেস্কঃ প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচে এল সালভাদরের বিপক্ষে খেলেছে ইন্টার মায়ামি। শনিবার সকালে প্রতিপক্ষের মাঠে জিততে পারে নি মেজর লিগ সকারের দলটি। এই ম্যাচ দিয়ে ইন্টার মায়ামির জার্সিতে প্রথমবার মাঠে নামেন লুই সুয়ারেজ। খেলেছেন লিওনেল মেসিও।
সাড়ে তিন বছর পর মেসি-সুয়ারেজের পুনর্মিলনীর দিনে জিততে পারেনি ইন্টার মায়ামি। প্রতিপক্ষের মাঠ থেকে গোলশূন্য ড্র নিয়ে ফিরেছে তারা। যদিও ৪৫ মিনিটের বেশি মেসির খেলা উপভোগ করতে পারেননি দর্শকরা। দ্বিতীয়ার্ধের শুরুতেই তুলে নেওয়া হয় মেসিসহ চার মূল আকর্ষণকে। সুয়ারেজ, সের্হিও বুসকেতস ও জর্দি আলবাকেও বদলি করা হয়।
এর আগে ৪০ মিনিটে ওয়ান অন ওয়ানে গোলরক্ষককে একা পেয়েও জাল খুঁজে পেতে ব্যর্থ হন মায়ামির আলবা। এরপর প্রথমার্ধের শেষ দিকে ফ্রি-কিক থেকে গোল করার সুযোগ ছিল মেসির। কিন্তু সেটিও কাজে লাগাতে পারেননি সাবেক বার্সেলোনা তারকা। ৩৫ মিনিটে এল সালভাদর গোলরক্ষকের অতিমানবীয় সেভ গোল বঞ্চিত করে আর্জেন্টাইন মহাতারকাকে।































Discussion about this post