স্পোর্টস ডেস্কঃ কোপা আমেরিকা ও ইউরোর আগে নিজেদের প্রস্তুত করতে প্রীতি ম্যাচ খেলছে দলগুলো। আন্তর্জাতিক বিরতিতে প্রীতি ম্যাচ খেলতে নেমেছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাও। তবে চোটের কারণে আলবিসেলেস্তেদের স্কোয়াডে নেই লিওনেল মেসি।
যুক্তরাষ্ট্রের প্রথম প্রীতি ম্যাচে মেসিবিহীন আর্জেন্টিনার সামনে দাঁড়াতেই পারেনি মধ্য আমেরিকার দেশ এল সালভাদর। প্রতিপক্ষকে বিধ্বস্ত করেই মাঠ ছাড়ে বিশ্বচ্যাম্পিয়নরা। মাঠে একচেটিয়া দাপটের ম্যাচে শক্তি সামর্থ্যে বেশ পিছিয়ে থাকা এল সালভাদর হেরেছে ৩-০ গোলে।
ক্রিশ্চিয়ান রোমোরো দলকে শুরুতে এগিয়ে নেওয়ার পর বিরতির আগে ব্যবধান দ্বিগুণ করেন এনজো ফার্নান্দেজ। দ্বিতীয়ার্ধে তৃতীয় গোলটি করেন জিওভানি লো সেলসো। ফিফা র্যাঙ্কিংয়ে দুই দলের অবস্থানের মাঝে বিস্তর ফারাকের মতো তাদের মাঠের পারফরম্যান্সেও ব্যবধান হয়ে উঠল স্পষ্ট। শুরুর বাঁশি বাজতেই র্যাঙ্কিংয়ের শীর্ষ দল আর্জেন্টিনার একের পর এক আক্রমণের ঢেউ আছড়ে পড়তে থাকল ৮১ নম্বরে থাকা সালভাদরের রক্ষণে।
অবশ্য পুরো ম্যাচে যেভাবে আক্রমণে আধিপত্য করেছে আর্জেন্টিনা, সেই তুলনায় গোল কমই হয়েছে। শনিবার সকালে যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় ষোড়শ মিনিটেই এগিয়ে যায় লিওনলে স্কালোনির দল। আনহেল দি মারিয়ার কর্নারে নিখুঁত হেডে কাছের পোস্ট দিয়ে ঠিকানা খুঁজে নেন টটেনহ্যাম হটস্পার ডিফেন্ডার রোমেরো। ৪২তম মিনিটে স্কোরলাইন ২-০ করে আর্জেন্টিনা। লো সেলসোর শট সালভাদরের একজনের গায়ে লেগে বল চলে যায় দূরের পোস্টের কাছে, গোলমুখে ছুটে গিয়ে অনায়াসে বাকি কাজ সারেন চেলসি মিডফিল্ডার এনজো। ৫২তম মিনিটে ব্যবধান বাড়ায় আর্জেন্টিনা। লাউতারো মার্তিনেসের পাস বক্সে পেয়ে ডান পায়ের শটে গোলরক্ষককে পরাস্ত করেন টটেনহ্যাম হটস্পারের মিডফিল্ডার লো সেলসো। এদিকে, বাংলাদেশ সময় আগামী বুধবার লস অ্যাঞ্জেলসে আরেকটি প্রীতি ম্যাচে কোস্টা রিকার বিপক্ষে খেলবে আর্জেন্টিনা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

































Discussion about this post