স্পোর্টস ডেস্ক:: লিওনের মেসি অ্যাসিস্টের হ্যাটট্রিক করলেন, দলও জিতলো ৪-১ গোলের বড় ব্যবধানে। তবুও ‘মলিন’ মুখে মাঠ ছাড়তে হয়েছে ইন্টার মিয়ামিকে। সাপোটার্স শিল্ডের শিরোপা যে হাতছাড়া হয়েছে দলটি। লিওনেল মেসি টানা দুই ম্যাচ জিততে পারেনি।
তৃতীয় ম্যাচে এসে জয়ে ফিরেছে। মেজর লিগ সকারে মেসির হ্যাটট্রিক অ্যাসিস্টে নিউ ইংল্যান্ডের বিপক্ষে দল জিতেছে ৪-১ গোলের ব্যবধানে। জোড়া গোল করেছেন তাদেও আয়েন্দে ও জর্দি আলবা। এমন জয়ের ম্যাচে হতাশা মিয়ামির ফুটবলারদের। অন্য ম্যাচে নিউইয়র্কে হারিয়ে ফিলাডেলপিয়া শিরোপা নিশ্চিত করে ফেলেছে।
অবশ্য মেসিরা মাঠে নেমেছিলেন শিরোপা হাতছাড়া করেই। শিকাগো ফায়ারের বিপক্ষে হারের পরই তাদের শিরোপা অনিশ্চিত হয়ে যায়। ফিলাডেলফিয়া নিউইয়র্ক সিটিকে হারিয়ে শিরোপা নিজেদের করে নেয়। তাদের বাকী দুই ম্যাচের একটি জিতলেই হতো। সেই কাজটি করে ফেলেছে ফিলডেলফিয়া। টেবিলের শীর্ষে থাকা ফিলাডেলফিয়ার পয়েন্ট ৩৩ ম্যাচে ৬৬। ৩ নম্বরে থাকা মায়ামির পয়েন্ট ৩২ ম্যাচে ৫৯।
মেসিদের যদিও এখনো দুই ম্যাচ বাকী। তবে দুই ম্যাচ জিতলেও ফিলডেলফিয়াকে ছোঁয়া হবে না তাদের। টেবিলের দ্বিতীয় স্থানে থাকা সিনসিনাও সুযোগ নেই শীর্ষ থাকাদের ছোঁয়ার। ৩৩ ম্যাচে ৬২ পয়েন্ট নিয়ে ২ নম্বরে আছে সিনসিনাটি।
নিজেদের মাঠে মেসিরা শুরু থেকেই জ্বলে উঠেন। ৩২তম মিনিটেই । বক্সের বাইরে থেকে মেসির দারুণ এক পাস ধরে গোল করেন আয়েন্দে। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে মেসির অ্যাসিস্টে ব্যবধান বাড়ান আলবা। এগিয়ে থেই বিরতিতে যায় মিয়ামি। বিরতির পরই ব্যবধান কমায় নিউ ইংল্যান্ড। ৫৯তম মিনিটে নিউ ইংল্যান্ডের হয়ে ব্যবধান ২–১ করেন ডোর টুরগেমেন।
নিউ ইংল্যান্ড ব্যবধান কমানোর পরই মেসির ঝলকে আবারো ব্যবধান বাড়ায় মিয়ামি। আর্জেন্টাইন তারকার পাস থেকে বল পেয়ে গোল করেন আয়েন্দে। এরপর ৬৩ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোল করেন আলবা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০