স্পোর্টস ডেস্কঃ ভারত-নিউজিল্যান্ডের সেমিফাইনাল মাঠে গড়ানোর আগে আলোচনার কেন্দ্রে ছিল মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামের উইকেট পরিবর্তনের বিষয়টি। যা নিয়ে চর্চা চলছে এখনও। আইসিসি এরই মধ্যে পিচ বদলের কারণ ব্যাখ্যা করেছে। সংস্থাটির মতে, পরিকল্পিত পিচ রোটেশনে পরিবর্তন সাধারণ ব্যাপার।
গতকাল প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডকে ৭০ রানে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় ভারত। ৩৯৭ রানের বিশাল পুঁজি গড়ে কিউইদের তারা থামিয়ে দেয় ৩২৭ রানে। এই ম্যাচটি ৭ নম্বর পিচে হওয়ার কথা ছিল। শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদলে ম্যাচটি হয় ৬ নম্বর পিচে। ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, ওয়াংখেড়ের পাঁচ ম্যাচের জন্য পিচের ধারা ছিল ৬-৮-৬-৮-৭। সেমির আগ পর্যন্ত ৬-৮-৬-৮ ব্যবহার করা হয়। শেষ ম্যাচে ৭ নম্বর পিচ ব্যবহার করা হতো। কিন্তু ম্যাচের দুদিন আগে ভারতের চাওয়ায় সিদ্ধান্ত বদলে ৬ নম্বর পিচে খেলা হয়। যেখানে আগে খেলেছিল ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা এবং ভারত ও শ্রীলঙ্কা। দুটি ম্যাচেই রান হয়েছে সাড়ে তিনশর বেশি।
আইসিসি নিজেদের ব্যাখ্যায় বলেছে, ‘পরিকল্পিত পিচ রোটেশনে পরিবর্তন এই দৈর্ঘ্যের টুর্নামেন্টের শেষের দিকে সাধারণ ঘটনা এবং এরই মধ্যে কয়েকবার ঘটেছে। সেমিফাইনালের পিচে পরিবর্তনটি স্বাগতিকদের দল ও ভেন্যু কিউরেটরের সুপারিশে করা হয়েছিল।’
Discussion about this post