স্পোর্টস ডেস্কঃ এশিয়া কাপ শেষেই আরব আমিরাতে হবে আফগানিস্তান ও বাংলাদেশের এই দ্বিপাক্ষিক সিরিজ। শুরুতে তিন ম্যাচের টি-টোয়েন্টি। এরপর হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এশিয়া কাপের ঠিক পরপর ২ অক্টোবর শুরু হবে আফগানিস্তান-বাংলাদেশের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজ। সিরিজের বাকি দুই ম্যাচ হবে ৩ ও ৫ অক্টোবর। এরপর ৮, ১১ ও ১৪ অক্টোবর দুই দল লড়বে তিনটি ওয়ানডে ম্যাচের সিরিজে। দ্বিপাক্ষিক লড়াইয়ের দিবারাত্রির প্রতিটি ম্যাচই হবে আরব আমিরাতে।
আজ আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চোটের কারণে ১৬ সদস্যের এই স্কোয়াড থেকে বাদ পড়েছেন লিটন দাস। তার জায়গায় দলে ঢুকেছেন সৌম্য সরকার। আফগানিস্তান সিরিজে টি-টোয়েন্টি দলের নেতৃত্ব সামলাবেন জাকের আলী অনিক। সাইড স্ট্রেইনের চোটে এশিয়া কাপে ভারত ও পাকিস্তানের বিপক্ষে খেলতে পারেননি লিটন। একই চোটে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও খেলা হচ্ছে না বাংলাদেশের অধিনায়কের।
এদিকে আগেই ঘোষিত আফগানিস্তানের টি-টোয়েন্টি দলে সুযোগ পেয়েছেন টপ অর্ডার ব্যাটসম্যান ওয়াফিউল্লাহ তারাখিল, ফাস্ট বোলার মোহাম্মদ সালিম সাফি। বশির আহমেদ ও আব্দুল্লাহ আহমেদজাইকে দুই ফরম্যাটের দলেই ডাকা হয়েছে। টি-টোয়েন্টি দলে জায়গা ধরে রেখেছেন মুজিব উর রহমান। তবে নেই ওয়ানডে দলে। রশিদ খানের নেতৃত্বাধীন টি-টোয়েন্টি দলে আছেন- ইবরাহিম জাদরান, রহমানউল্লাহ গুরবাজ, সাদিকউল্লাহ আতাল, রাফিউল্লাহ তারাখিল, দারউইশ রাসুলি, মোহাম্মদ ইসহাক, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, শরফউদ্দিন আশরাফ, নূর আহমেদ, মুজিব উর রহমান, ফরিদ মালিক, আব্দুল্লাহ আহমেদজাই ও বশির আহমেদ। এই দলে রহমত শাহ ও এএম গাজানফার আছেন রিজার্ভ খেলোয়াড় হিসেবে।
আফগানিস্তান সিরিজে বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড- সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক (অধিনায়ক ও উইকেটরক্ষক), শামীম হোসেন পাটোয়ারি, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মোহাম্মদ সাইফউদ্দিন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/000