স্পোর্টস ডেস্কঃ ভারতের বিপক্ষে তৃতীয় টেস্টের একদিন আগে একাদশ ঘোষণা করেছে ইংল্যান্ড। যেখানে অফ স্পিনার শোয়েব বশিরের জায়গায় সুযোগ মিলেছে পেস বোলার মার্ক উডের। রাজকোটে আগামীকাল (বৃহস্পতিবার) সিরিজের তৃতীয় ম্যাচ খেলতে মাঠে নামবে দুই দল।
ভারতের বিপক্ষে প্রথম দুই টেস্টে একজন করে পেসার খেলিয়েছে ইংল্যান্ড। সিরিজে এই প্রথম টেস্টে দুই পেসার নিয়ে মাঠে নামবে সফরকারীরা। প্রথম টেস্টে ইংলিশদের হয়ে খেলেছিলেন মার্ক উড। সেই ম্যাচে উইকেটশুন্য থাকা উডকে পরের ম্যাচে বসিয়ে জেমস অ্যান্ডারসনকে একাদশে আনে ইংল্যান্ড। এবার তৃতীয় টেস্টে দুই পেসার অ্যান্ডারসন এবং উডকে খেলাচ্ছে তারা।
এদিকে ভিসা জটিলতায় থাকা রেহান আহমেদকে দেখা যাবে তৃতীয় টেস্টে। ভারতে সিঙ্গেল এন্ট্রি ভিসা নিয়ে এসেছিলেন রেহান। কিন্তু দ্বিতীয় টেস্টে ইংল্যান্ড চলে যায় আবুধাবিতে তাদের নিজেদের ক্যাম্পে। সেখান থেকে ফেরার পথেই জটিলতায় পড়েন রেহান। যদিও দুই দিনের মধ্যে ভিসা সমস্যা সমাধানের কথা বলে তাকে ছাড় দেয়া হয়েছিল। তৃতীয় টেস্টের আগেই সেই জটিলতার অবসান হয়েছে। রেহান পেয়েছেন খেলার অনুমতি।
রাজকোট টেস্টে ইংল্যান্ড দল: জ্যাক ক্রলি, বেন ডাকেট, ওলি পোপ, জো রুট, জনি বেয়ারস্টো, বেন স্টোকস (অধিনায়ক), বেন ফোকস, রেহান আহমেদ, টম হার্টলি, মার্ক উড ও জেমস অ্যান্ডারসন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post