স্পোর্টস ডেস্কঃ নতুন সহকারী কোচের নাম ঘোষণা করল লখনৌ সুপার জায়ান্টস। দক্ষিণ আফ্রিকার ল্যান্স ক্লুজনারকে সহকারী কোচের দায়িত্ব দিয়েছে আইপিএলের ফ্র্যাঞ্চাইজিটি। নতুন মৌসুমে নতুন দলে কাজ করবেন ক্লুজনার।
সবশেষ এস টোয়েন্টিতে এই সুপার জায়ান্টস ফ্র্যাঞ্চাইজিরই দল ডারবান সুপার জায়ান্টসের কোচ ছিলেন ক্লুজনার। দলকে ফাইনালে নিতে ভূমিকা রেখেছেন তিনি। যদিও শিরোপা জিততে পারেননি শেষ পর্যন্ত। তবে তার পারফরম্যান্সে খুশি হয়ে এবার আইপিএলে সহকারী কোচের ভূমিকায় ক্লুজনারকে নিয়েছে একই মালিকেরই দল লখনৌ সুপার জায়ান্টস।
দলটির প্রধান কোচ অস্ট্রেলিয়ার জাস্টিন ল্যাঙ্গার। অ্যান্ডি ফ্লাওয়ারের সাথে চুক্তি শেষ হয়ে যাওয়ার পর এবারের আসর থেকে নতুন কোচ হিসেবে জাস্টিন ল্যাঙ্গারকে নিয়োগ দেয় লখনৌর ম্যানেজম্যান্ট। এবার তার সহকারী হিসেবে ক্লুজনারকে নিয়োগ দেওয়া হলো।
অতীতে মুম্বাই ইন্ডিয়ান্স, দিল্লি ক্যাপিটালসের মতো একাধিক দলের হয়ে আইপিএলে কাজ করার অভজ্ঞতা আছে ক্লুজনারের। এবার ভিন্ন দলের ডাগ আউটে থাকবেন তিনি। এসবের বাইরে বিপিএল, সিপিএলসহ বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে কাজ করেছেন ক্লুজনার। এছাড়া কাজ করেছেন জাতীয় দলেও। তাই কোচ হিসেবে বেশ অভিজ্ঞ তিনি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post