স্পোর্টস ডেস্ক:: লেভেল থ্রি কোচিং কোর্স করেছেন জাতীয় দলে খেলা সিলেটের সাবেক দুই তারকা রাজিন সালেহ ও নাজমুল হোসেন। দেশসেরা বিখ্যাত কোচদের সাথে কোচিং কোর্স সম্পন্ন করেছেন সাবেক এই দুই ক্রিকেটার। দু’জনেই এখন বিসিবি কোচের ভূমিকায় কাজ করছেন।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কোচদের দক্ষতা বাড়াতে সম্প্রতি লেভেল থ্রি কোচিং কোর্সের আয়োজন করে। দেশের সেরা কোচরা সুযোগ পান এই কোর্সে অংশ গ্রহণের জন্য। মাহমুদউল্লাহ রিয়াদ থেকে শুরু করে নামিদামি ক্রিকেটাররাও এই কোর্সে অংশ গ্রহণ করেছেন।
কোচিং কোর্সে প্রশিক্ষণ দিয়েছেন বিদেশী কোচরাও। প্রশিক্ষকের ভূমিকায় ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল নিজেই। বাংলাদেশে লেভেল থ্রি কোর্স করা কোচ খুব বেশি ছিলেন না। বিসিবি তাই দেশের কোচদের অভিজ্ঞ করে তুলতে এই আয়োজন করেছিলো।
হবিগঞ্জের ছেলে নাজমুল হোসেন ‘এ’ দলের কোচ হিসেবেও কাজ করছেন। বিসিবির বিভিন্ন দলে কোচের দায়িত্ব সামলিয়েছেন তিনি। জাতীয় ক্রিকেট লিগে আছেন ঢাকা মেট্রোর প্রধান কোচের দায়িত্বে। রাজিন সালেহও বিসিবির বিভিন্ন দলে কোচের ভূমিকায় ছিলেন। জাতীয় লিগে নিজ বিভাগের দায়িত্বে আছেন তিনি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০