স্পোর্টস ডেস্ক:: ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল দক্ষিণ আফ্রিকাকে ২৭০ রানের টার্গেট দিয়েছে। কালাম সিদ্দিকীর হাফ সেঞ্চুরি ও রিজান হাসানের সেঞ্চুরি ছুঁই ছুঁই ইনিংসেই বাংলাদেশ পেয়েছে বড় পূঁজি।
হারারে স্পোর্টস ক্লাব মাঠে টস হেরে ব্যাট করতে নামা বাংলাদেশ দুই ওপেনার জাওয়াদ আবরার ও রিফাত বেগের ব্যাটে ৫১ রানের উদ্বোধীন জুটি পায়। ১৬ রান করা রিফাতের বিদায়ে ভাঙে উদ্বোধনী জুটি। আবরার জাওয়াদ ফিরেন ২১ রানে। এরপরই তৃতীয় উইকেটে জুটি গড়েন কালাম সিদ্দিকী ও রিজান হাসান। চতুর্থ উইকেটে ১১৭ রানের বিশাল জুটি করে বাংলাদেশকে বড় পুঁজির ভিত গড়ে দেন তারা। ৭৫ বলে ৬৫ রান করে কালাম সিদ্দিকি সাজঘরে ফেরেন। ছয়টি চারে সাজান নিজের ইনিংসটি।
রিজান সেঞ্চুরির খুব কাছে গিয়েও হতাশ হন। ৯৬ বলে ৯৫ রানে কাটা পড়লে মাত্র ৫ রানের জন্য মিস হয় তার শতক। ১৬৯ বলের ইনিংসটি তিনি সাজিয়েছেন দশটি চারে। শেষ দিকে আব্দুল্লাহ ৩৮ ও বাশির ১৩ রানে অপরাজিত ছিলেন। পাঁচ উইকেটে ২৬৯ রানে থামে বাংলাদেশ।
দক্ষিণ আফ্রিকার হয়ে বেন্ডেল দু’টি উইকেট লাভ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০