নিজস্ব প্রতিবেদকঃ অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডেতে শুরুর ছন্দটা শেষ পর্যন্ত বজায় রাখতে পারেনি বাংলাদেশ নারী ক্রিকেট দল। মারুফা আক্তার-সুলতানা খাতুনদের দুর্দান্ত বোলিংয়ে শুরুর ৫ উইকেট বেশ সহজেই তুলে নেয় টাইগ্রেসরা। এর মধ্যে ৩ ব্যাটার দুই অঙ্কের ঘরেও পৌঁছাতে পারেননি। অস্ট্রেলিয়ার প্রথম ৫ ব্যাটারের রানের যোগফল ৬০। আর পরের ৪ ব্যাটার যোগ করেছেন ১৪৮ রান। তাতে নির্ধারিত ৫০ ওভারে চ্যালেঞ্জিং স্কোর পেয়েছে অজিরা। মিরপুরে এক পর্যায়ে ৫ উইকেটে ৭৮ রানে থাকা সফরকারীরা শেষ পর্যন্ত তুলে ফেলে ৭ উইকেটে ২১৩ রান।
ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারেই ফিবি লিচফিল্ডের উইকেট হারায় অস্ট্রেলিয়া। সুলতানার ওভারের প্রথম বলেই বোল্ড হয়ে গোল্ডেন ডাক মারেন এই ওপেনার। এরপর ষষ্ঠ ওভারে সুলতানাই দ্বিতীয় ধাক্কা দেন অজিদের। অ্যালিসা পেরিকে ফেরান তিনি। মাত্র ২ রান করেন পেরি। দলীয় ২৭ রানে আরেক ওপেনার অ্যালিসা হিলি মারুফার শিকারে পরিণত হন। ৩৯ বলে ২৪ রান করেন অজি অধিনায়ক। এরপর ১৯তম ওভারে তাহিলা ম্যাকগ্রা যখন ৯ রান করে নাহিদার বলে আউট হন, তখন অস্ট্রেলিয়ার সংগ্রহ মোটে ৪৮ রান। পঞ্চম উইকেট জুটিতে অ্যাশলেই গার্ডনার ও বেথ মুনি ৩০ রান যোগ করেন।
২৬তম ওভারের দ্বিতীয় বলে বেথ মুনিকে ফেরান ফাহিমা খাতুন। ৬৪ বল খেলে মাত্র ২৫ রান করেন তিনি। এরপর নাহিদার বলে গার্ডনার স্ট্যাম্পিংয়ের শিকার হন। মাত্র ৩৮ বলে ৩ চারে ৩২ রান করেন তিনি। ১১২ রানে ৬ উইকেট হারানো অস্ট্রেলিয়া তখন অল্প রানে গুটিয়ে যাওয়ার শঙ্কায়। তবে সপ্তম উইকেট জুটিতে সাদারল্যান্ড ও জর্জিয়া ওয়্যারেহামের ব্যাটে ঘুরে দাঁড়ানো শুরু অজিদের। ৩৪ রানের জুটি গড়েন তারা। দলীয় ১৪৬ রানে ওয়্যারেহাম ১২ রান করে স্বর্ণার শিকারে পরিণত হন। এরপর অষ্টম উইকেট জুটিতে সাদারল্যান্ড ও আলানা কিং অস্টেলিয়ার ট্রেডমার্ক ক্রিকেট উপহার দেন। ঘুরে দাঁড়িয়ে তারা চড়াও হন টাইগ্রেসদের ওপর। শেষ ৫৬ বলে ৬৭ রান যোগ করেন তারা। ৭৬ বলে ৫ চারে ৫৮ রান করেন সাদারল্যান্ড।
শেষ দিকে ঝড় তোলেন কিং। মাত্র ৩১ বলে ২ চার ও ৫ ছয়ে ৪৬ রান করে অপরাজিত থাকেন তিনি। ফাহিমার করা শেষ ওভারে ২৯ রান নেন কিং। বাংলাদেশের পক্ষে নাহিদা ১০ ওভারে ২৭ রান দিয়ে ২ উইকেট শিকার করেন। ১০ ওভারে ৪২ রান দিয়ে ২ উইকেট শিকার করেন সুলতানাও। মারুফা ৭ ওভারে ২২ রান দিয়ে ১ উইকেট শিকার করেন। এছাড়া ফাহিমা ৯ ওভারে ৬৭ রান দিয়ে ও স্বর্ণা ৪ ওভারে ১৯ রান দিয়ে ১টি করে উইকেট শিকার করেন। এদিকে ২ উইকেট নিয়ে সালমা খাতুনকে টপকে গেলেন নাহিদা। মেয়েদের ওয়ানডেতে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি উইকেট এখন ২৪ বছর বয়সী বাঁহাতি স্পিনারের। ৪১ ম্যাচের ৩৯ ইনিংসে নাহিদার ঝুলিতে এখন ৫৩ উইকেট। ৪৪ ইনিংসে ৫১ উইকেট নিয়ে এত দিন শীর্ষে ছিলেন ২০২২ সালে সবশেষ ওয়ানডে খেলা সালমা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

































Discussion about this post