নিজস্ব প্রতিবেদকঃ বিপিএলে নিজেদের শেষ ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে মাঠে নেমেছে সিলেট স্ট্রাইকার্স। শুক্রবার মিরপুরে টস হেরে আগে ব্যাট করে খুলনা। নির্ধারিত ওভারে ১২৮ রান করে এনামুল হক বিজয়ের দল। এবারের আসরে নিজেদের শেষ ম্যাচে জিততে সিলেটের প্রয়োজন ১২৯ রান।
অধিনায়ক এনামুল হক বিজয় আউট হয়েছে ১০ রান করে। খুলনার উদ্বোধনী জুটি ভাঙে ২৫ রানে। তবে, ওপেনিংয়ে নামা আফিফ হোসেনের ব্যাট থেকে আসে হাফসেঞ্চুরি। ৩৫ বলে ৫২ রানের ঝলমলে ইনিংস খেলেন তিনি। খুলনার পক্ষে ম্যাচে এটিই ব্যক্তিগত সর্বোচ্চ রান। আফিফের পর খুলনার পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ২১ রান আসে ওয়েইন পারনেলের ব্যাট থেকে। দলের বাকিরা ব্যাট ব্যর্থই হয়েছেন বলা চলে।
সিলেটও করেছে নিয়ন্ত্রিত বোলিং। সবমিলিয়ে ১২৮ রানে থামিয়ে দেয় খুলনাকে। সিলেটের পক্ষে চার ওভারে মাত্র ১৫ রান দিয়ে তিন উইকেট শিকার করেন বেনি হাওয়েল। তানজিম সাকিব ও শফিকুল ইসলাম পান দুটি করে উইকেট।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post