নিজস্ব প্রতিবেদক:: জাতীয় ক্রিকেট লিগে সিলেটের হয়ে খেলা মুশফিকুর রহিম সিলেটের মাঠেই তুলে নিলেন সেঞ্চুরি। ঢাকার বিপক্ষে ম্যাচের শেষ দিনে দুর্দান্ত শতক হাঁকিয়েছেন জাতীয় দলের এই তারকা ক্রিকেটার। তার শতকে ঢাকার করা ৩১০ রানের জবাব দিচ্ছে সিলেট।
প্রতিবেদন লেখা পর্যন্ত সিলেট ৯ উইকেটে ২৯০ রান তুলেছে। পিছিয়ে আছে ১০ রানে। আট চার ও দুই ছক্কায় ২০৩ বলে ১১৫ রানে অপরাজিত আছেন মুশফিকুর রহিম। তার সঙ্গে ব্যাট করছেন নাবিল সামাদ।
জাতীয় লিগের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে সিলেটের বিপক্ষে ঢাকা নিজেদের প্রথম ইনিংসে ৩১০ রানে গুটিয়ে যায়। সেঞ্চুরি হাঁকিয়েছেন মাহিদুল ইসলাম অঙ্কন। ১৩ চারে ২৭২ বলে ১২২ রান করেন এই সেঞ্চুরিয়ান। ৯৯ বলে ৭৪ রানের ইনিংস খেলেছেন সুমান খান। সিলেটের হয়ে এবাদত ও খালেদ তিনটি করে উইকেট লাভ করেন।
জবাবে খেলতে নামা সিলেট তৃতীয় দিন শেষ করেছে সাত উইকেটে ২৬০ রান তুলে। পিছিয়ে আছে ৫০ রানে। ৯৩ রান হাঁকিয়ে সেঞ্চুরির অপেক্ষায় আছেন মুশফিকুর রহিম। শেষ দিনে সেঞ্চুরি দেখা যেতে পারে এই তারকার ব্যাটে। ৫ রানে অপরাজিত থাকা এবাদত, ব্যাটিংয়ের অপেক্ষায় থাকা খালেদ ও নাবিল সামাদদের নিয়ে শতকের ঘরে পৌঁছে লিড নেওয়ার চেষ্টা করবেন জাতীয় দলের এই তারকা। এছাড়াও ৪৩ রান করেছেন জাকির হাসান। ৩০ রান করেছেন শামসুর রহমান। ঢাকার হয়ে এনামুল ও রিপন ২টি করে উইকেট লাভ করেছেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
































