স্পোর্টস ডেস্কঃ ভারত বিশ্বকাপে টানা দ্বিতীয় ম্যাচ জিতল নিউজিল্যান্ড। সোমবার নেদারল্যান্ডসের বিপক্ষে দাপুটে জয় পেয়েছে তারা। এর আগে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে উড়িয়ে আসর শুরু করে কিউইরা। এবার ডাচদের তারা হারিয়েছে ৯৯ রানের ব্যবধানে।
অলরাউন্ড নৈপুণ্যে নিউজিল্যান্ডকে টানা দ্বিতীয় জয় এনে দিয়ে স্যান্টনার জিতলেন ম্যাচ সেরার পুরস্কার। এই জয়ে সবচেয়ে বড় অবদান বাঁহাতি এই অলরাউন্ডারের। ১৭ বলে দুই ছক্কা ও তিন চারে তিনি খেলেন ৩৬ রানের বিস্ফোরক ইনিংস। পরে দারুণ বোলিংয়ে ৫৯ রানে নেন ৫ উইকেট।
২০১৭ সালে প্রথমবার ক্যারিয়ারে প্রথম ৫ উইকেট নিয়েছিলেন স্যান্টনার। সেবারই প্রথম জিতেছিলেন ম্যাচ সেরার পুরস্কার। ম্যাচ ছিল আয়ারল্যান্ডের মাঠ ডাবলিনে। দীর্ঘ বিরতির পর বিশ্বকাপ দিয়ে এই অভিজ্ঞতা হলো তার। ক্যারিয়ারে এটি স্যান্টনারের দ্বিতীয় ৫ উইকেট।
ব্যাটিং-বোলিংয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে দলের জয়ের অবদান রাখা স্যান্টনার কৃতিত্ব সব সতীর্থকেই দিয়েছেন। ম্যাচ সেরার পুরস্কার নিতে গিয়ে স্যান্টনার বলেছেন, ‘খুব খারাপ না, ব্যাট হাতে ছেলেদের কৃতিত্ব রয়েছে, তারা দলকে একটি ভালো অবস্থানে নিয়ে গেছে। মাঝখানে কিছুটা নড়বড়ে ছিল। কিন্তু শেষে আমরা ৩২০ পেরোনো ভালো স্কোর পেয়েছি। রাতে বল কিছুটা স্কিড করছিল। কিন্তু আমরা ভালো বোলিং করেছি। আজকের রাতটা ভালো ছিল, অনেক পেয়েছি। তবে আমি সেরা বোলিং করিনি, তবু পুরস্কার পেয়ে খুশি।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post