স্পোর্টস ডেস্ক:: সিলেটের স্কোরার রুমান আহমদ খোকোর মাতা জরিনা বানু আর নেই। (ইন্না…রাজিউন)। সিলেট নগরের নিজ বাসায় আজ শনিবার বিকেলে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বেশ কিছু দিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন জরিনা বানু। ৮৯ বছর বয়সে পৃথিবীর মায়া ত্যাগ করেছেন তিনি। মৃত্যুকালে তিন মেয়ে ও চার ছেলেসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। আজ বাদ এশা হযরত শাহজালাল মাজার মসজিদে জানাযা শেষে মরহুমার দাফন কার্য্য সম্পন্ন হবে।
সিলেট আম্পায়ার্স এন্ড স্কোরার এসোসিয়েশনের সদস্য রুমন আমহদের মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছে বিভাগীয় আম্পায়ার্স এন্ড স্কোরার এসোসিয়েশন। বিভাগীয় কমিটির সভাপতি আশরাফ আরমান ও সাধারণ সম্পাদক এ টি এম ইকরাম এক শোক বার্তায় মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। এদিকে মরহুমার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সিলেট জেলা আম্পায়ার্স এন্ড স্কোরার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এইচ.ইউ দীপু।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০