নিজস্ব প্রতিবেদক:: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গেইম ডেভেলপমেন্ট কমিটির ব্যবস্থাপনায় অনুষ্টিত অনূর্ধ্ব-১৪, ১৬ ও ১৮ ক্রিকেট প্রতিযোগিতায় অংশ গ্রহণের জন্য হবিগঞ্জের জেলা দল গঠনের কার্যক্রম শুরু হয়েছে। বিসিবির হবিগঞ্জ জেলা কোচ মঈন তালুকদার সাচ্চু জেলার সবক’টি উপজেলায় গিয়ে বাছাই কার্যক্রম পরিচালনা করছেন।
হবিগঞ্জের মাধবপুর, চুনারুঘাট, শায়েস্তাগঞ্জ, নবীগঞ্জ, বাহুবল, লাখাই, বানিয়াচং, আজমীরীগঞ্জ ও হবিগঞ্জ সদরে এসব বয়স ভিত্তিক দলের বাছাই ইতিমধ্যে শেষ হয়েছে। জেলার এই তিনটি বয়স ভিত্তিক দলে খেলতে আগ্রহী কিশোর-তরুণরা ব্যাপক উৎসাহ উদ্দীপনায় বাছাইয়ে অংশ নিয়েছেন।
উপজেলা পর্যায়ে বাছাই উত্তীর্ণ ক্রিকেটাররা জেলা পর্যায়ে চূড়ান্ত বাছাইয়ে অংশ নেবেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জেলা পর্যায়ে চূড়ান্ত বাছাইয়ের সময় নির্ধারণ করে দেবে। এরপরই জেলা পর্যায়ে বাছাই শেষে উত্তীর্ণদের মেডিকেল টেস্ট হবে। নির্বাচিত ক্রিকেটারদের থেকে সেরাদের নিয়ে গঠন করা হবে হবিগঞ্জ জেলা অনূর্ধ্ব-১৪, ১৬ ও ১৮ দল।
জানতে চাইলে হবিগঞ্জ জেলা মঈন তালুকদার সাচ্চু বলেন, ‘জেলার কোনো প্রতিভাবান ক্রিকেটার যাতে বাদ না পড়ে, সেজন্য আমরা প্রতিটি উপজেলায় গিয়ে বাছাই করেছি। নির্বাচিত ক্রিকেটাররা জেলা পর্যায়ে চূড়ান্ত বাছাইয়ে অংশ নেবেন। উপজেলা পর্যায়ে বাছাই প্রচুর আগ্রহ দেখেছি তরুণ ক্রিকেটারদের মধ্যে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
































