নিজস্ব প্রতিবেদকঃঃ একদিন বিরতির পর ফের মাঠে গড়াচ্ছে বিপিএল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ দিনের প্রথম ম্যাচে মুখোমুখি রংপুর রাইডার্স আর ফরচুন বরিশাল। এই ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন রংপুর অধিনায়ক নুরুল হাসান সোহান।
এবারের আসরে এখন ৫ ম্যাচের ৫টিতেই জিতেছে রংপুর। জয় ছাপিয়ে দলটার পারফরম্যান্স হট ফেবারিটের তকমা জুড়ে দিয়েছে এরই মধ্যে। কোনো ম্যাচেই প্রতিপক্ষ রাইডার্সদের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা গড়তে পারেনি। অন্যদিকে, বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের একমাত্র হারটা এসেছে এই রংপুরের বিপক্ষেই।
বরিশাল একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, কাইল মেয়ার্স, তাওহীদ হৃদয়, জাহানদাদ খান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, রিশাদ হোসেন, ফাহিম আশরাফ, শাহিন শাহ আফ্রিদি ও তানভীর ইসলাম।
রংপুর একাদশ: তাওফিক খান, অ্যালেক্স হেলস, সাইফ হাসান, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, মোহাম্মদ সাইফউদ্দিন, নুরুল হাসান সোহান (অধিনায়ক), শেখ মেহেদী হাসান, নাহিদ রানা, আকিফ জাভেদ ও কামরুল ইসলাম।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০০০
































