স্পোর্টস ডেস্ক:: খেলোয়াড় তৈরির কারকানা বলা হয় বার্সেলোনার লা মাসিয়াকে। এবার বার্সার বিস্ময় বালক সুযোগ পেলেন স্পেন জাতীয় দলে। ক্লাব ফুটবলে বার্সেলোনা বিখ্যাত তরুণ প্রতিভাবান ফুটবলারদের।
বার্সার একাডেমিতে বেড়ে উঠেছে, ক্লাব ফুটবল, জাতীয় দলে আলো কেড়েছেন এমন শতশত নজির আছে। এবার বার্সার ১৭ বছর বয়সী বিস্ময় বালক স্প্যানিশ দলে জায়গা করে নিয়েছেন।
স্পেন জাতীয় দলেও প্রথমবারের মতো ডাক পেলেন পাউ কুবারসি। কলম্বিয়া ও ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচের দলে ডাক পেয়েছেন ১৭ বছর বয়সী এই ডিফেন্ডার।
চ্যাম্পিয়ন্স লিগে অভিষেকের পরপরই এমন বড় সুখবর পেলেন এই তরুণ ফুটবলার। গত বুধবার বার্সার জার্সিতে চ্যাম্পিয়ন্স লিগে অভিষেক হয় কুবারসির। শেষ ষোলোর দ্বিতীয় লেগে নাপোলির বিপক্ষে অভিষেকেই আলো ছড়ান এই কিশোর।
নাপোলির বিপক্ষে বার্সা ম্যাচটি জিতে নেয় ৩-১ ব্যবধানে। এমন বড় জয়ের ম্যাচে সব আলো কেড়ে নেন কুরবাসি। হন ম্যাচ সেরা খেলোয়াড়ও।
বার্সার জার্সিতে অভিষেক ম্যাচে দারুণ এক রেকর্ডও গড়েন তিনি। ১৭ বছর ৫০ দিন বয়সে মাঠে নেমে চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে অভিষিক্ত সর্বকনিষ্ঠ ডিফেন্ডার হয়ে যান তিনি। ইতিমধ্যে বার্সার হয়ে কোপা দেলরেও লা লিগায়ও খেলেছেন।
ক্লাব ফুটবলে মাত্র ১২ ম্যাচ খেলেছেন বার্সার মূল দলে। এই অল্প ম্যাচেই মন কেড়ে নিয়েছেন স্পেন জাতীয় দলের কোচের। তাই সুযোগ পেয়েছেন স্প্যানিশ দলেও।
স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে দারুণ খুশি এমন প্রতিভাবান ফুটবলারকে পেয়ে। তিনি বলেন, ‘আমরা যারা পাউয়ের খেলা দেখেছি, তারা সবাই জানি সে কেমন মানের খেলোয়াড়। ওর পারফরম্যান্সে অন্যদের মতো আমরাও বিস্মিত নই। আমরা জানি ওর দারুণ সম্ভাবনা রয়েছে। আমরা দীর্ঘ সময়ের জন্য ওকে সঙ্গে রাখতে চাই।’
আগামী ২২ মার্চ লন্ডনে কলম্বিয়ার বিপক্ষে এবং ২৬ মার্চ মাদ্রিদের সান্তিয়াগো বার্নাব্যুতে ব্রাজিলের বিপক্ষে খেলবে স্পেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post