স্পোর্টস ডেস্কঃ শরিফুল ইসলামের পেসে কাবু হয়েছিলেন দক্ষিণ আফ্রিকার ওপেনার রেজা হেন্ড্রিক্স। এবার মেহেদি হাসান মিরাজের স্পিনে এলবিডব্লিউ হয়ে ফিরলেন র্যাসি ফন ডুসেন। দলীয় ৩৬ রানে ফিরেন ফর্মে থাকা এই প্রোটিয়া ব্যাটার। এর আগে দলীয় ৩৩ রানে ফিরেন রেজা। ৩ রানের ব্যবধানে উড়তে থাকা দলটির দুই ব্যাটারকে ফেরায় বাংলাদেশের বোলাররা।
এবারের বিশ্বকাপে প্রথম ১০ ওভারে এই প্রথম একাধিক উইকেট হারাল দক্ষিণ আফ্রিকা। দলীয় ৩৩ রানে প্রথম উইকেট হারিয়েছে তারা এর আগে দ্বিতীয় ওভারেই মিলতে পারত প্রোটিয়াদের উইকেট। কিন্তু মিরাজের বলে স্লিপে ক্যাচ নিতে পারলেন না তানজিদ হাসান। জীবন পাওয়া রেজা ১৯ বলে ১২ রান করে ফিরেছেন।
পা বাড়িয়ে ডিফেন্স করতে চেয়েছিলেন রেজা। বাঁহাতি শরিফুলের দুর্দান্ত ইন সুইঙ্গারের লাইনে যেতে পারেননি তিনি। ব্যাট-প্যাডের ফাঁক গলে আঘাত হানে স্টাম্পে। ভাঙে ৩৭ বল স্থায়ী ৩৩ রানের জুটি। ১ রানে বেঁচে যাওয়া রেজা ১২ রানের বেশি করতে পারেন নি।
এরপর মিরাজের চমৎকার এক ডেলিভারিতে এলবিডব্লিউ ডুসেনকে। ব্যাট ফুটে গিয়ে লেগে বল ঘুরাতে চেয়েছিলেন বিস্ফোরক এই টপ অর্ডার ব্যাটার। অফ স্পিনারের স্টাম্প তাক করে করা ডেলিভারির লাইন মিস করে বিপদ ডেকে আনেন। জোরাল আবেদনে আম্পায়ার সাড়া দেওয়ার পর রিভিউ না নিয়েই ফিরে যান তিনি।৭ বলে ফন ডুসেন করেন ১ রান।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post