নিজস্ব প্রতিবেদকঃ ইংল্যান্ডের বিপক্ষে ব্যর্থ বাংলাদেশ দল। সিরিজের প্রথম ওয়ানডের পর দ্বিতীয় ওয়ানডে ম্যাচও জিতে নিয়েছে সফরকারীরা। ঘরের মাঠে বল হাতে পাশাপাশি, ব্যাট হাতেও ব্যর্থ টাইগাররা। সবশেষ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ১৩২ রানের বিশাল হার দেখেছে তামিম ইকবালের।
হারের অন্যতম কারণ বাজে বোলিং। সেক্ষেত্রে প্রশ্ন উঠেছে মুস্তাফিজুর রহমানের বোলিং কার্যকরীতা নিয়ে। নিজের মনমতো উইকেট পেয়েও ব্যর্থ হয়েছেন এই পেসার। উইকেট পাচ্ছেন না, উল্টো খরচ করছেন রান। সবশেষ পাঁচ ম্যাচে মাত্র ২ উইকেট নামের পাশে। দুই ম্যাচে ছিলেন অতিরিক্ত খরুচে।
এর আগে ২০২২ সালে সব মিলিয়ে ১৪ ওয়ানডে খেলে মাত্র ১৪ উইকেট শিকার করেছেন। অথচ নিয়মিত একাদশে জায়গা করে নিচ্ছেন। তাই মুস্তাফিজ দলে ‘অটো চয়েজ’ বা অপরিহার্য কিনা, সেই নিয়ে প্রশ্ন উঠেছে।
তবে সেই প্রশ্নের উত্তর দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল। তামিম জানিয়েছেন, বাংলাদেশ দলে কেউ অটো চয়েজ না। এমনকি তিনি নিজেও অটো চয়েজ না। ধারাবাহিক পারফর্ম না করলে, তিনিও দলে থাকবেন না। এছাড়া মুস্তাফিজ ফিরবেন বলে বিশ্বাস করেন তিনি।
তামিম ইকবাল বলেন, ‘অটো চয়েজ বলে কোনো কিছু নেই। আমিও অটো চয়েজ না। এই দলে অটো চয়েজ বলে কেউ নেই। আমি নিয়মিত পারফম্যান্স যদি না করি, আমি যদিও দলের অধিনায়ক, আমিও দলে থাকব না।’
‘কিন্তু এটা ঠিক আমাদের অনেক বিশ্বাস তার ওপর। আমার মতে সে সেরাটা দিতে পারে, ও অতীতেও করেছে। ওর অনেক ভালো রক্ষণাত্মক দক্ষতা আছে। শুধু ওর উইকেট নেওয়ার দক্ষতা হয়তো বাড়াতে হবে। কোন ক্রিকেটারই সবসময় এক অবস্থার মধ্য দিয়ে যাবে না। উত্থান-পতন থাকবে। আমার সবসময় ওর ওপর অনেক বিশ্বাস আছে, আমি নিশ্চিত অবশ্যই সে ফিরবে। আমার কোনো সন্দেহ নেই এটাতে।’ যোগ করেন টাইগার দলপতি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post