নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) রোববার কোনো খেলা নেই। একদিনের বিরতিতে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে অনুশীলন করতে নেমেছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তবে সেই অনুশীলনে ঘটে গেছে অনাকাঙ্খিত ঘটনা।
ম্যাথু ফোর্ডের একটি শটে বল এসে লাগলে, মাথার বাম পাশে গুরুতর আঘাত পান পেসার মুস্তাফিজুর রহমান। সাথে সাথে রক্ত ঝরে মাথা থেকে, মাটিতে লুটিয়ে পড়েন ফিজ। ফিজিওর তত্ত্বাবধানে মাঠে প্রাথমিক চিকিৎসা চলে। কুমিল্লার ক্রিকেটার ও স্টাফরা অনুশীলন বন্ধ করে ছুটে চলে আসেন মুস্তাফিজের কাছে।
প্রাথমিক চিকিৎসা শেষ করে দ্রুতই তড়িঘড়ি করে অ্যাম্বুলেন্সে চট্টগ্রামের স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় মূস্তাফিজকে। সেখানেই আপাতত চিকিৎসা চলছে। তবে কী অবস্থায় রয়েছেন এখন ফিজ, সেটি সম্পর্কে জানা যায়নি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
 
			 
                                































Discussion about this post