স্পোর্টস ডেস্ক:: বিশ্বকাপ ব্যর্থতায় শ্রীলঙ্কার কোচ ক্রিস সিলভারউড ও পরামর্শক মাহেলা জয়াবর্ধনে পদত্যাগ করায় অন্তবর্তীকালী কোচের দায়িত্ব দেওয়া হয়েছে সনাৎ জয়াসুরিয়াকে।
বিশ্বকাপে জয়াসুরিয়াও শ্রীলঙ্কার পরামর্শকের দায়িত্ব ছিলেন। বিশ্বকাপে ভরাডুবি ঘটে লঙ্কানদের। গ্রুপ পর্ব থেকে শুন্য হাতে বাড়ি ফেরায় চাকরি ছাড়েন প্রধান কোচসহ কোচিং স্টাফের অনেকেই।
শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড এসএলসি নতুন কোচ নিয়োগে সময় নিতে চায়। দেখে শোনে ভাল কোচ নিয়োগ দিতে চায়। তাই আপাতত ভারত ও ইংল্যান্ড সিরিজের জন্য দলের দায়িত্ব দেওয়া হয়েছে জয়াসুরিয়াকে।
সবশেষ দুই বিশ্বকাপেই বাজে সময় কাটিয়েছে শ্রীলঙ্কা। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ এবং ২০২৪ টি-২০ বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে দলটিকে। এরপর প্রধান কোচ নিজের পদ থেকে ইস্তফা দেন।
চলতি মাসেই ভারতের বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে ও টি-২০ সিরিজ আছে লঙ্কানদের।২৭ জুলাই, তিন ওয়ানডের সিরিজ শেষ হবে ৭ আগস্ট। এরপর ইংল্যান্ড সফরে যাবে লঙ্কানরা। খেলবেন তিন ম্যাচের টেস্ট সিরিজ। দুই সিরিজের জন্য দলের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে জয়াসুরিয়ার হাতে।
এর আগে জয়াসুরিয়া শ্রীলঙ্কা দলের নির্বাচকের দায়িত্ব পালন করেছেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
 
			 
                                
































Discussion about this post