অবশেষে দলের অনুশীলনে যোগ দিচ্ছেন অধিনায়ক সাকিব

0
98

স্পোর্টস ডেস্ক:: সাকিব আল হাসান ওয়ানডে অধিনায়ক হওয়ার পর এশিয়া কাপ স্কোয়াডের ক্লোজড ডোর অনুশীলন ক্যাম্প চলছে। তবে সেই অনুশীলেন নেই অধিনায়ক সাকিব আল হাসান। ১৭ আগস্ট থেকে শুরু হওয়া অনুশীলনে অবশেষে যোগ দিচ্ছেন অধিনায়ক।

আগামিকাল ২৪ আগস্ট বৃহস্পতিবার থেকে দলের অনুশীলনে যোগ দেবেন সাকিব। অধিনায়ককে অবশেষে অনুশীলনে পাবে দল। শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগ, দুবাইয়ে দোকান উদ্বোধনী এবং সবশেষ বরিশালে হাসপাতাল উদ্বোধনে এতোদিন ব্যস্ত থাকা সাকিব কাল যোগ দেবেন দলের অনুশীলনে।

তবে ‘ক্লোজড ডোর’ অনুশীলন হওয়ায় পুরোটা সময় কাভারের সুযোগ পাবেন না সাংবাদিকরা। নির্ধারিত ১৫ মিনিট অনুশীলন কাভার করবেন গণমাধ্যম কর্মীরা। আজ বুধবার ক্রিকেটারদের ছুটি ছিলো। অনুশীলন না থাকায় ক্রিকেটাররা নিজেদের মতো করে সময় কাটিয়েছেন। কাল থেকে আবারো শুরু হচ্ছে অনুশীলন।

তামিম ইকবাল নেতৃত্ব ছাড়ার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সাকিবকে অধিনায়কের দায়িত্ব দেয়। দায়িত্ব পাওয়া সাকিব বৃহস্পতিবার প্রথমবার দলীয় অনুশীলনে যোগ দেবেন।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here