স্পোর্টস ডেস্ক:: রীতিমতো অবিশ্বাস্য। ব্রাজিলিয়ান তারকা ভিনিসিউস জুনিয়রের জন্য ৩৫ কোটি ডলার নিয়ে বসে আছে সৌদীর প্রো লিগের একটি ক্লাব। রিয়াল তারকাকে দলে পেতে বাংলাদেশী মুদ্রায় ৪ হাজার ২০০ কোটি টাকা খরচ করতে প্রস্তুত ক্লাবটি। রিয়াল তারকা আল আহলির এই প্রস্তাবে রাজি হয়ে গেলেন তিনিই হবেন বিশ্ব ফুটবলের সবচেয়ে দামি তারকা।
ইউরোপিয়ান সংবাদমাধ্যম জানাচ্ছে, ভিনিসিউস জুনিয়রকে পেতে এই বিশাল অঙ্ক নিয়ে বসে আছে আল আহলি। বর্তমানে জনপ্রিয়্ এই পারফর্মারকে পেতে শুধু আল আহলি নয়, আরো কিছু ক্লাবও চেষ্টা করছে। সেই দুই ক্লাবও সৌদীর। প্রো লিগে ক্রিস্টিয়ানো রোনালদো ক্লাব আল নাসর ও নেইমারের ক্লাব আল হিলালও এই তারকাকে দলে নিতে চাইছে।
তবে টাকার অঙ্কে অন্য স্বদেশী দুই ক্লাবের চেয়ে সবচেয়ে বেশি অফার করেছে আল আহলিই। গত বছরের আগস্টেও তাঁকে পাওয়ার জন্য মোটা অঙ্কের প্রস্তাব দিয়েছিলো সৌদীর ক্লাবগুলো। তবে ব্রাজিলিয়ান সুপার স্টার সে সময় খুব একটা আগ্রহ দেখাননি। এখন দেখার বিষয় বিশাল অঙ্কের এই পরিমান টাকার প্রস্তাব তিনি কি করেন।
যদিও রিয়াল মাদ্রিদে ভিনিসিউস জুনিয়রের চুক্তি আছে ২০২৭ সাল পর্যন্ত। চুক্তি মেয়াদ ফুরানোর আগেই কি তবে তিনি রিয়াল ছাড়বেন এই নিয়েই এখন ফুটবল দুনিয়ায় চলছে আলোচনা-গুঞ্জন। তবে এমন প্রস্তাবের পরও নিজেকে রিয়ালে রাখার কথা বলছেন ভিনিসিউস জুনিয়র। সম্প্রতি তিনি বলেন, ‘ আমার ভবিষ্যৎ? রিয়াল মাদ্রিদ।’ তিনি আরও যোগ করেন, ‘আমার পরবর্তী ধাপ হচ্ছে সব সময় নিজের উন্নতির বিষয়টা মাথায় রাখা এবং পৃথিবীর সবচেয়ে বড় ক্লাবটিকে সহায়তা করা। আমি এখানে আসার এবং অসাধারণ সব খেলোয়াড়দের সঙ্গে খেলার স্বপ্ন দেখতাম। এটাই আমার স্বপ্ন। আমি আরও বড় কিছু চিন্তা করতে চাই, দলের জার্সিতে আরও বেশি শিরোপা জিততে চাই।’
তবে মুখে এমন কথা বললেও বাস্তবে তিনি কি চান সেটি নিয়েই নানা গুঞ্জন আছে। কারণ ভিনিসিউস জুনিয়র এখনো সৌদীর ক্লাবগুলোর প্রস্তাব ফিরিয়ে দেননি। তিনি আল আহলির সঙ্গে দর কষাকষি করছেন। টাকার অঙ্ক হয়তো আরো কিছুটা বাড়লে তিনি চিন্তা-ভাবনা করতে পারেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০