স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে বিশ্বকাপ বাছাই পর্বে দারুণ জয় পেয়েছে স্কটল্যান্ড। বুধবার আয়ারল্যান্ডের বিপক্ষে শেষ বলে যখন ২ রান দরকার তখন চার মেরে স্কটিশদের ১ উইকেটের জয় নিশ্চিত করেন মাইকেল লিস্ক। এদিকে টানা দুই ম্যাচে হারায় বিশ্বকাপ খেলার সম্ভাবনা অনেকটা ক্ষীণ হয়ে গেল আয়ারল্যান্ডের জন্য। আগের ম্যাচে তারা হেরেছিল।
বুলাওয়ায়োতে আগে ব্যাট করে ২৮৬ রান করে আয়ারল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ ১২০ রানের ইনিংস খেলেছেন কার্টিস ক্যাম্ফার। এ ছাড়া ডকরেলের ব্যাট থেকে এসেছে ৬৯ রান। স্কটল্যান্ডের হয়ে একাই ৫ উইকেট নিয়েছেন ব্রেন্ডন ম্যাকমালেন। রান তাড়ায় দলীয় ১৫২ রানে ৭ উইকেট হারিয়ে ফেলেছিল স্কটিশরা। সেখান থেকে অষ্টম উইকেটে মার্ক ওয়াটের সঙ্গে ৬৭ বলে ৮২ ও নবম উইকেটে সাফওয়ান শরিফের সঙ্গে ২৭ বলে ৫০ রানের জুটিতে দলকে জয়ের পথে এগিয়ে নেন লিস্ক।
শেষ ওভারে দরকার ছিল ৮ রান। অ্যাডায়ারের প্রথম বলে চার মারেন লিস্ক, মিস ফিল্ডিং করেন হ্যারি টেক্টর। পরের বলে আসে ১ রান। তৃতীয় বলে ক্যাচ দিয়ে নবম ব্যাটসম্যান হিসেবে আউট হন শরিফ। ৩ বলে চাই ৩।চতুর্থ বল ব্যাটে লাগাতে পারেন নি ক্রিস সোল। পরের বলেও ব্যাট ছোঁয়াতে পারেননি তিনি। তবে ‘বাই’ থেকে ১ রান নিয়ে স্ট্রাইকে যান লিস্ক। এরপর শেষ বলে যখন ২ রান প্রয়োজন তখন চার হাঁকান তিনি।
৬১ বলে অপরাজিত ৯১ রানের ঝড়ো ইনিংস খেলে জয়ের নায়ক লিস্ক। ৯ চার ও ৪ ছক্কায় সাজান এই ইনিংসটি। ৪৭ বলে ৪৩ রানের ইনিংস খেলেন ওয়াট। ওপেনার ক্রিস্টোফার ম্যাকব্রাইডের ব্যাট থেকে আসে ৬০ বলে ৫৬ রান। আয়ারল্যান্ডের হয়ে অ্যাডায়ার তিনটি আর দুটি করে উইকেট নিয়েছেন জশুয়া লিটল ও ডকরেল।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post