স্পোর্টস ডেস্কঃ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) দিন দিন জৌলুস হারাচ্ছে। দেশের এই ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্ট আইপিএলের পরের মানের দাবি করা হলেও ব্যবস্থাপনায় ক্রমেই পিছিয়ে পড়ছে। তিন মাস আগে বিপিএল আয়োজনের সিদ্ধান্ত হলেও ডিআরএস (ডিসিশন রিভিউ সিস্টেম) প্রযুক্তি আনার উদ্যোগ নেওয়া হয়নি। নবম আসর শুরুর ২ দিন আগেও দলগুলো নিজেদের পুরোপুরি পেশাদার পর্যায়ে আনতে পারে নি।
বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান বেশ বিরক্ত বিপিএলের এমন অধঃপতনে। বুধবার গণমাধ্যমের সাথে আলাপকালে সাকিব বলেন, ‘পারিনি নাকি চাইনি? জানি না, বলাটা কষ্টকর। চাইলে না পারার কোনো কারণ আমি দেখি না। আমার মনে হয় আমরা সৎ মনে কখনও চাইনি কিছু করতে এখন পর্যন্ত। বাজেট নেই কারণ আমরা বাজেট তৈরি করতে পারিনি। যদি তৈরি করতে পারতাম। মান অর্জন করতে পারতাম, অবশ্যই এই বাজেটটা অনেক বড় হওয়ার কথা ছিল।’
ডিআরএস প্রসঙ্গে সাকিব বলেন, ‘আমি তো কোন কারণ দেখি না ডিআরএস নেই, ২ মাস আগেও জানে না কেউ কোন দলে খেলবে। বিদেশি ক্রিকেটাররা আসবে ২ দিন খেলে চলে যাবে। কে কোথায় খেলতেছে কেউ বলতে পারে না। অনেক দল জার্সিও পায় নাই। পুরা যা-তা অবস্থা। এর চাইতে ঢাকা প্রিমিয়ার লিগ ভালো, অন্তত ক্রিকেটাররা জানে কে কোথাও খেলতেছে, অনেক গোছানো।’
বিপিএলের মান প্রসঙ্গে সাকিবের বক্তব্য, ‘বিগ ব্যাশ কিংবা পিএসএলে ভালো করলে ক্রিকেটাররা ফোকাসে আসে। বিপিএল তো কেউ দেখেই না যে প্যারামিটার সেট করবে। বিপিএল নামে যে একটা টুর্নামেন্ট আছে যেখানে ক্রিকেটাররা পারফর্ম করে দলে ঢুকবে সেটা পারে না।’
‘আমাকে যদি বিপিএলের দায়িত্ব দেয়া হয়..দুই মাসও লাগবে না। ২ মাস তো অনেক বেশি সময়, এক মাসেই সম্ভব। নায়ক সিনেমা দেখছেন না? সদিচ্ছা থাকলে একদিনেই সম্ভব। ৩ মাস আগে প্লেয়ার্স ড্রাফট, সব টেকনোলজি থাকবে, প্রোডাকশন ভালো হবে, হোম এন্ড অ্যাওয়ে ভিত্তিতে খেলা হবে’- যোগ করেন সাকিব।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post