অভিজ্ঞ খেলোয়াড় থাকায় ফাইনালে বাড়তি সুবিধা দেখছে কুমিল্লা

0
53

নিজস্ব প্রতিবেদকঃ আরও একটি বিপিএল, আরও একটি ফাইনালে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। প্রথম তিন ম্যাচে টানা হার। এরপরই টানা ১০ ম্যাচে জয়ে সবার আগে ফাইনালে পা রাখলো কুমিল্লা। বর্তমান চ্যাম্পিয়নরা আসরের প্রথম কোয়ালিফায়ারে সিলেট স্ট্রাইকার্সকে ৪ উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছে।

আগামী বৃহস্পতিবার চতুর্থ শিরোপার লক্ষ্যে মাঠে নামবে কুমিল্লা। এখনও প্রতিপক্ষ নির্ধারণ হয়নি। রংপুর রাইডার্স ও সিলেট স্ট্রাইকার্সের মধ্যকার দুই দলের একটিই হবে প্রতিপক্ষ। সেখান থেকে ভালো কিছুর আশা করছেন কুমিল্লার কোচ মোহাম্মদ সালাউদ্দিন।

তবে ফাইনালে আলাদা চাপ থাকে। খেলার পাশাপাশি বাড়তি স্নায়ু চাপ সামলে লড়াই করতে হয়। সেই জায়গায় অভিজ্ঞরাই বেশি সামাল দিতে পারে। সালাউদ্দিন সেই দিক থেকে নিজের দলের ভালো এক অবস্থান দেখছেন। কেননা ফাইনাল খেলার মতো অভিজ্ঞ ক্রিকেটাররা তার দলে আছে। এতে সুবিধা পাবে কুমিল্লা। এসময় গেল আসরের ফরচুন বরিশালের বিপক্ষে ফাইনালে ১ রানের জয়ের উদাহরণ টানেন দেশের অন্যতম সেরা এই কোচ।

সালাউদ্দিন বলেন, ‘যখন সেমি-ফাইনাল, ফাইনাল খেলা হয়, এটা পুরোটাই স্নায়ুর খেলা। আমরা যাদের নিয়েছি, তাদের সবারই প্রায় ফাইনাল খেলার অভিজ্ঞতা অনেক বেশি। এছাড়া স্থানীয় যাদেরকে নিয়েছি, তাদেরও বেশিরভাগেরই ফাইনাল খেলার অভ্যাস আছে। ফাইনাল ম্যাচ, আপনি যত যা-ই বলেন, টেনশন হবেই। আমার মনে হয়, এখানে একটু বাড়তি সুবিধা থাকতে পারে, যেহেতু অভিজ্ঞ খেলোয়াড় অনেক বেশি আছে।

‘গতবারের ফাইনাল যদি দেখেন, ম্যাচটা আমরা প্রায় হেরেই গিয়েছিলাম। স্নায়ুর চাপ ধরে রাখতে পেরেছিলাম বলেই হয়তো জিততে পেরেছিলাম। তো এটাই মনে করি যে ফাইনাল সবসময়ই স্নায়ুর খেলা। এখানে যারা স্নায়ুর চাপ ধরে রাখতে পারবে, তারাই জিতবে। এটা আমাদের বাড়তি সুবিধা হতে পারে।’ যোগ করেন এই চ্যাম্পিয়ন কোচ।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here