স্পোর্টস ডেস্কঃ অলিম্পিক ফুটবলে ফাইনালে উঠেছে স্বাগতিক ফ্রান্স। পিছিয়ে পড়েও জন ফিলিপ্পে মাতেতার জোড়া গোল ও মিশেল ওলিসের গোলে জয় পেয়েছে দলটি। সোনার লড়াইয়ে ফাইনালে তারা খেলবে স্পেনের বিপক্ষে। আগামী শুক্রবার ফাইনালে মুখোমুখি হবে দুই দল।
ফ্রান্স ফুটবল দল এর আগে অলিম্পিকে সোনার পদক জিতেছিল ১৯৮৪ সালে। অর্থাৎ ৪০ বছর পর সোনার পদক জেতার সুযোগ ফ্রান্স ফুটবল দলের সামনে। স্পেনও অলিম্পিকে সর্বশেষ সোনার পদক জেতে ৩২ বছর আগে, ১৯৯২ সালে। সর্বশেষ টোকিও অলিম্পিকে তাদের স্বপ্ন ভাঙে ব্রাজিলের কাছে হেরে।
গত রাতে ম্যাচের ৬২ মিনিটে প্রথম গোল করেন মিসরের মাহমুদ সাবের। তবে ম্যাচের সাত মিনিট বাকি থাকতে ফ্রান্সের হয়ে গোল করে সমতায় ফেরান ক্রিস্টাল প্যালেস স্ট্রাইকার মাতেতা। ওলিসের বাড়ানো বলে গোল করেন তিনি। ম্যাচ যায় অতিরিক্ত সময়ে। এরপর ৯৯ মিনিটে ফ্রান্সের হয়ে দ্বিতীয় গোল করেন মাতেতা। টুর্নামেন্টে মাতেতার গোল এখন চারটি। ওলিস গোল করেন ম্যাচের ১০৮ মিনিটে। শেষ পর্যন্ত ৩-১ গোলে ম্যাচ জিতে নেয় ফ্রান্স।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০