স্পোর্টস ডেস্কঃ টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল ও আসন্ন অ্যাশেজে অস্ট্রেলিয়ার পরামর্শক হিসেবে নিয়োগ পেলেন অ্যান্ডি ফ্লাওয়ার। জিম্বাবুয়ের সাবেক এই ক্রিকেটার ২০০৯ সাল থেকে ২০১৪ পর্যন্ত ইংল্যান্ডের কোচ হিসেবে কাজ করেছেন। এর আগে ইংলিশদের টিম ডিরেক্টরও ছিলেন তিনি।
জিম্বাবুয়ের হয়ে ১৯৯২ থেকে ২০০৩ সালের মধ্যে ৬৩টি টেস্ট ও ২১৩ টি ওয়ানডে খেলেছেন ফ্লাওয়ার। ইংল্যান্ডের কোচের পদ থেকে সরে দাঁড়ানোর পর তিনি কাজ করেছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ, পাকিস্তান সুপার লিগ, টি-টেন লিগ ও দা হান্ড্রেড-এর বেশ কয়েকটি দলে।
আগামী ৭ জুন থেকে শুরু হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২১-২৩ সার্কেলের ফাইনাল। ইংল্যান্ডের দ্য ওভালে ভারতের বিপক্ষে টেস্টের বিশ্বকাপ খ্যাত টুর্নামেন্টের ফাইনাল খেলবে অস্ট্রেলিয়া।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০