‘অস্তিত্ব’ রক্ষার লড়াইয়ে আগে ব্যাটিংয়ে বাংলাদেশ

0
40

স্পোর্টস ডেস্কঃ আফগানিস্তানকে হারিয়ে এশিয়া কাপের সুপার ফোরে খেলার আশা বাঁচিয়ে রাখতে বদ্ধপরিকর বাংলাদেশ। আফগানদের বিপক্ষে টাইগারদের বাঁচা-মরার ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৩.৩০ মিনিটে। জিতলে পরের পর্বে যাওয়ার আশা বেঁচে থাকবে। আর হারলে গ্রুপ পর্ব থেকেই বিদায়। এমন সমীকরণ নিয়ে মাঠে নামছে সাকিব আল হাসানের দল। অন্যদিকে প্রতিপক্ষ চাপমুক্ত আফগানিস্তান।

বাঁচা-মরার ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। টস জিতেছেন টাইগার দলপতি সাকিব আল হাসান। এদিকে একাদশে আনা হয়েছে তিন পরিবর্তন। শামীম পাটোয়ারি, আফিফ হোসেন ও হাসান মাহমুদকে দলে নেয়া হয়েছে। বাদ পড়েছেন তানজিদ হাসান তামিম, শেখ মেহেদী হাসান ও মুস্তাফিজুর রহমান।

বাংলাদেশ একাদশঃ নাঈম শেখ, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, শামীম পাটোয়ারী, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও শরীফুল ইসলাম।

আফগানিস্তান একাদশঃ রহমানুল্লাহ গুরবাজ (উইকেটকিপার), ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতুল্লাহ শাহিদি (অধিনায়ক), নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবী, গুলবাদিন নাইব, করিম জানাত, রশিদ খান, ফজলহক ফারুকী ও মুজিব উর রহমান।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here