স্পোর্টস ডেস্কঃ বিশ্বকাপ বিরতি শেষে গত বছরের শেষ দিনে লা লিগায় মাঠে নামে বার্সেলোনা। কাতালান ডার্বিতে সেই ম্যাচে পয়েন্ট হারায় তারা। তবে এক ম্যাচ পরই লিগে জয়ে ফিরল জাভি হার্নান্দেজের দল। মাদ্রিদের দল অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে রোববার রাতে ১-০ গোলে জিতেছে বার্সা। ওসমান দেম্বেলে ম্যাচের ব্যবধান গড়ে দেওয়া গোলটি করেছেন।
ওয়ান্ডা মেট্রোপলিটানোয় দিয়েগো সিমিওনের দলকে হারিয়ে লিগ টেবিলে পয়েন্টের হিসেবে রিয়াল মাদ্রিদের সঙ্গে ব্যবধান বাড়াল বার্সা। ১৬ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তারা। ৩৮ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আগের দিন ভিয়ারিয়ালের বিপক্ষে হেরে যাওয়া রিয়াল মাদ্রিদ। ২৭ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে আছে সিমেওনের অ্যাথলেটিকো।
একের পর এক আক্রমণে ২২তম মিনিটে এগিয়ে যায় বার্সা। গোলে দারুণ অবদান পেদ্রির। গতি আর পায়ের কারিকুরিতে স্বাগতিকদের রক্ষণ গুঁড়িয়ে ডি বক্সে ঢুকে যান তিনি। এরপর তিনি পাস দেন মিডফিল্ডার গাভিকে। তার কাছ থেকে বল পেয়ে আড়াআড়ি শটে দূরের পোস্ট দিয়ে জাল খুঁজে নেন অরক্ষিত দেম্বেলে।
মারামারি করে যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে লাল কার্ড দেখেন বার্সার ফেরান তরেস ও অ্যাথলেটিকোর সাভিচ! দুই মিনিট পর দারুণ সুযোগ পান অ্যান্তেনিও গ্রিজমান। কিন্তু গোললাইন থেকে ফিরিয়ে দেন বার্সা ডিফেন্ডার রোনাল্ড আরাউহো! শেষ মিনিটে বিপজ্জনক জায়গায় ফ্রি কিক এবং পরে কর্নার পেয়েও তেমন কিছু করতে পারেন নি সিমিওনের শিষ্যরা। বার্সেলোনা ফেরে দারুণ এক জয় নিয়ে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post