স্পোর্টস ডেস্ক:: লিভারপুলের জার্সিতে শেষ ম্যাচ। অলফিল্ডে আর কখনো নামা হবে না ব্রাজিলিয়ান তারকা রবার্তো ফিরমিনোর। বিদায়ী ম্যাচেও গোল করলেন। দলকে বাঁচালেন হারের হাত থেকে। লিভারপুল জিততে না পারলেও অ্যাষ্টন ভিলার বিপক্ষে ফিরমিনোর গোলে হার এড়িয়েছে।
শনিবার রাতের ম্যাচে অ্যাষ্টন ভিলা-লিভারপুলের ম্যাচটি ১-১ গোলের সমতায় শেষ হয়েছে। পিছিয়ে পড়া লিভারপুলের হার এড়িয়েছেন রবার্তো ফিরমিনো। নিজের শেষ ম্যাচটিতে দলকে জেতাতে না পারলেও দলের হার এড়িয়েছেন তিনি।
অ্যানফিল্ডে নিজের শেষ ম্যাচেও শুরুর একাদশে জায়গা হয়নি ব্রাজিলিয়ান তারকার। ম্যাচের দ্বিতীয়ার্ধে মাঠে নেমেও শেষ মুহুর্তে গোল করেছেন। তাতে অলরেডদের সমর্তকদের মুখে হাসি ফুটিয়েছেন। প্রথমার্ধে পিছিয়ে পড়া দল শেষ মূহুর্তে এড়িয়েছে হার।
স্বাগতিকদের প্রথমার্ধেই স্তব্ধ করে দেয় অ্যাস্টন ভিলা। ম্যাচের ২৭তম মিনিটে দগলাস লুইসের ক্রসে জ্যাকব র্যামজি লিভারপুলের জালে বল পাঠিয়ে দেন। তাতেই অ্যাস্টন ভিলা এগিয়ে যায় ১-০ গোলে। এগিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে দলটি।
দ্বিতীয়ার্ধে ইর্য়ুগেন ক্লপের দল ম্যাচে ফেরার জন্য আক্রমণের পর আক্রমণ করতে থাকে। তবে গোলের দেখা পাচ্ছিলো না। অ্যানফিল্ডকে বিদায় জানাতে প্রস্তুুত হওয়া রবার্তো ফিরমিনো তখনো বেঞ্চে। ম্যাচের ৭২তম মিনিটে লুইস দিয়াসের বদলী হয়ে বিদায়ী ম্যাচে মাঠে নেমেন তিনি। নেমেই দলকে বাঁচান হারের হাত থেকে। ম্যাচের অন্তিম সময়ে ৮৯তম মিনিটে তার গোলেই সমতায় ফেরে লিভারপুল। শেষ পর্যন্ত ১-১ গোলের ‘ড্র’ নিয়ে শীর্ষ চারে থাকার সম্ভাবনা জাগিয়ে মাঠ ছাড়ে দলটি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০