স্পোর্টস ডেস্কঃ আসন্ন অ্যাশেজের আগে জেমস অ্যান্ডারসনকে নিয়ে শঙ্কা জেগেছে। কাউন্টি চ্যাম্পিয়নশিপের ম্যাচে কুঁচকিতে চোট পেয়েছেন ইংল্যান্ডের অভিজ্ঞ এই পেসার। ল্যাঙ্কাশায়ারের হয়ে খেলার সময় চোট পাওয়ায় আগামী মাসে শুরু হওয়া অ্যাশেজে তার খেলা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা।
চোটের কারণে অ্যাশেজের আগে আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টে খেলতে পারবেন না অ্যান্ডারসন। সোমবার ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) তাদের এক বিবৃতিতে জানায়, ‘ডান কুঁচকিতে সামান্য টান লেগেছে অ্যান্ডারসনের। ফলে তার অবস্থা পর্যবেক্ষণ করা হবে।’
আগামী ১ জুন লর্ডসে শুরু আইরিশদের বিপক্ষে ইংল্যান্ডের একমাত্র টেস্ট। আগামী সপ্তাহে ম্যাচটির জন্য দল ঘোষণা করার কথা ইংলিশদের। এদিকে লর্ডস টেস্টের জন্য ইতোমধ্যে দল ঘোষণা করেছে ইংলিশদের প্রতিবেশীরা। শক্তিশালী স্কোয়াড নিয়ে লর্ডসে চারদিনের টেস্ট ম্যাচটি খেলবে আইরিশরা।
এদিকে ল্যাঙ্কাশায়ার কোচ গ্লেন চ্যাপেল বিশ্বাস করেন অ্যান্ডারসন অ্যাশেজ শুরু হওয়ার আগেই সুস্থ হয়ে যাবেন। শুধু তাই নয়, প্রথম অ্যাশেজ থেকেই তিনি ইংল্যান্ডের হয়ে খেলতে পারবেন। এখন পর্যন্ত ল্যাঙ্কাশায়ারের পাঁচ ম্যাচের চারটি খেলেছেন অ্যান্ডারসন। ২০.৩০ গড়ে নিয়েছেন ১৬ উইকেট।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০