স্পোর্টস ডেস্কঃ ইংলিশ প্রিমিয়ার লিগে অ্যাস্টন ভিলার মাঠে আতিথ্য নিতে যাওয়া ম্যানচেস্টার সিটি দেখল হার। বুধবার রাতে স্বাগতিকদের বিপক্ষে ১-০ গোলে হেরেছে পেপ গার্দিওলার দল। লিগে এ নিয়ে টানা চার ম্যাচে জয়বঞ্চিত থাকা সিটিকে পয়েন্ট টেবিলে টপকেও গেছে ভিলা।
ম্যাচের পর অ্যামাজন প্রাইমে নিজের প্রতিক্রিয়ায় সিটি কোচ গার্দিওলা বললেন, প্রতিপক্ষের রক্ষণে গিয়ে ধুঁকছে তার দল। তিনি বলেন, ‘আমরা ভুগেছি, বিশেষ করে প্রথমার্ধে আর দ্বিতীয়ার্ধ ছিল সম্পূর্ণ অন্যরকম। সেরা দলই আজ জিতেছে। আমরা জানি আমরা কোন পর্যায়ের দল এবং কোচ হিসেবে ম্যাচ জেতার একটা পথ বের করতে হবে। আমরা এখন কিছুটা ভুগছি। আমি এখানে আছি ওদের সহায়তা করার জন্য।’
এই হারে শিরোপার দৌড়ে অনেকটা পিছিয়ে গেল গত মৌসুমের ট্রেবল জয়ী ম্যান সিটি। সমান ম্যাচ খেলে শীর্ষে থাকা আর্সেনালের চেয়ে ৬ পয়েন্ট ব্যবধানে পিছিয়ে তারা। ১৫ ম্যাচে এখন ৩০ পয়েন্ট সিটির। লিগে ঘরের মাঠে টানা ১৪ ম্যাচজয়ী ভিলা আর একটি ম্যাচ জিতলেই নিজেদের ১৪৯ বছরের ক্লাব ইতিহাসে প্রথমবারের মতো ঘরের মাঠে টানা ১৫ ম্যাচ জয়ের রেকর্ড গড়বে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post