স্পোর্টস ডেস্কঃ হার দিয়ে আইপিএলের এবারের আসর শেষ করল মুম্বাই ইন্ডিয়ান্স। শুক্রবার লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে ১৮ রানে হেরেছে হার্দিক পান্ডিয়ার দল। এই হারে টেবিলের দশম দল (তলানী) হিসেবে আসর শেষ করল সাবেক পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়নরা। হারা ম্যাচে দুঃসংবাদ শুনেছেন দলটির অধিনায়ক পান্ডিয়া। স্লো ওভার রেটের জন্য শাস্তি পেয়েছেন তিনি ও তাঁর দলের ক্রিকেটাররা।
স্লো ওভার রেটের কারণে এক ম্যাচ নিষিদ্ধ হলেন পান্ডিয়া। যেহেতু এই মৌসুমে মুম্বাই শেষ ম্যাচ খেলে ফেলেছে, তাই পান্ডিয়া মিস করবেন আগামী মৌসুমের প্রথম ম্যাচ। আর মুম্বাইয়ের ইম্প্যাক্ট ক্রিকেটারসহ ১১ জনকে জরিমানা করা হয়েছে ১২ লাখ রুপি বা ম্যাচ ফির অর্ধেক। মুম্বাই ও পান্ডিয়ার জন্য এবারের মৌসুমটি ভুলে যাওয়ার মতোই। ১৪ ম্যাচে পান্ডিয়ার মুম্বাই জিততে পেরেছে মাত্র ৪টি ম্যাচে। টুর্নামেন্ট শেষ করেছে পয়েন্ট তালিকার তলানিতে থেকে।
মৌসুম শুরুর আগে গুজরাট টাইটান্স থেকে পান্ডিয়ার মুম্বাই ইন্ডিয়ান্সে নাম লেখানো তুমুল আলোড়ন তুলেছিল ভারতীয় ক্রিকেটে। এরপর যথন নাটকীয়ভাবে রোহিতকে সরিয়ে পান্ডিয়াকে অধিনায়ক করা হলো, তখন তা জন্ম দিল নতুন এক মাত্রার। আলোচনা-সমালোচনার ঝড় তো উঠলই, পাঁচটি আইপিএল শিরোপাজয়ী জনপ্রিয় অধিনায়ককে এভাবে সরিয়ে দেওয়া যে সমর্থকেরা ভালোভাবে নেয়নি, তা স্পষ্ট হতে থাকে ক্রমেই। শুরু থেকেই দর্শকদের তোপের মুখে পড়তে হয় পান্ডিয়াকে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post