স্পোর্টস ডেস্ক:: বিশ্বকাপ খেলতে বাংলাদেশকে ভারতে যাওয়ার জন্য রাজি করাতে আইসিসির দু’জন কর্মকর্তা শনিবার বাংলাদেশে আসার কথা ছিলো। তবে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের এক কর্মকর্তাকে ভিসা দেয়নি বাংলাদেশ। তিনি ভারতীয় নাগরিক হওয়ায় বাংলাদেশের ভিসা পাননি।
দু’জন কর্মকর্তা বাংলাদেশ সফরে আসার কথা থাকলেও শেষ পর্যন্ত তাই বাংলাদেশে আসছেন আইসিসির একজন কর্মকর্তা। তিনি ঢাকায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক করবেন। বাংলাদেশকে ভারতে বিশ্বকাপ খেলার জন্য রাজি করানোর চেষ্টা করবেন বলে জানিয়েছে সূত্র।
তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আগের অবস্থানেই আছে। তারা নিরাপত্তার শঙ্কায় ভারতের কোনো ভেন্যুতেই বিশ্বকাপ খেলতে যাবে না। শ্রীলঙ্কায় বাংলাদেশের ম্যাচ আয়োজনের প্রস্তাব আবারো দেওয়া হবে ওই আইসিসি কর্মকর্তাকে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
































