স্পোর্টস ডেস্কঃ সোমবার ওয়ানডেতে ক্রিকেটে বিশ্ব রেকর্ড গড়েন বিরাট কোহলি। দ্রুত ১৩ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন ভারতীয় এই তারকা। পাকিস্তানের বিপক্ষে গতকাল এশিয়া কাপের সুপার ফোরের লড়াইয়ে দারুণ এক সেঞ্চুরি করেন ডানহাতি এই ব্যাটার।
রেকর্ড সেঞ্চুরি হাঁকানোর পথে কোহলি পেছনে ফেলেন স্বদেশী ব্যাটিং গ্রেট শচীন টেন্ডুলকারকে। ২৬৭ ইনিংস খেলে ১৩ হাজার রানের রেকর্ড গড়েন কোহলি। এর আগে ৩২১ ইনিংসে ১৩ হাজার রানের মাইলফলকে পৌঁছেছিলেন কিংবদন্তি শচীন। পাকিস্তানের বিপক্ষে ম্যাচে ১৩ হাজারের ক্লাব থেকে ৯৮ রান দূরে থেকে ব্যাটিং করতে নামেন কোহলি।
আগেরদিন রেকর্ড গড়া কোহলি আজ (মঙ্গলবার) ব্যর্থ। শ্রীলঙ্কার বিপক্ষে অল্পতেই থেমেছে তাঁর ইনিংস। কলম্বোতে সুপার ফোর পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে আগে ব্যাট করতে নেমেছে ভারত। এই ম্যাচে ৩ রানের বেশি করতে পারেন নি কোহলি। দুনিথ ওয়াল্লেগের বলে ফিরেছেন তিনি। দলীয় শত রানের আগেই ফিরেছেন ভারতের দুই ওপেনার রোহিত শর্মা ও শুভমান গিল।