আঙ্গুলের হাড় ভেঙে গেছে, সাউদির বিশ্বকাপ খেলা শঙ্কায়

0
17

স্পোর্টস ডেস্কঃ বিশ্বকাপ খেলা শঙ্কার মুখে পড়ে গেছে টিম সাউদির। আঙ্গুলের গুরুতর চোট সমস্যায় ভুগছেন এই তারকা পেসার। ইংল্যান্ডের বিপক্ষে চলমান সিরিজে এই চোট সমস্যায় পড়েছেন তিনি।

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের চতুর্থ ওয়ানডেতে একটি ক্যাচ ধরতে গিয়ে ডান হাতের বুড়ো আঙুলের হাড় ভেঙে যায় টিম সাউদির। শুক্রবার লর্ডসে ১৪তম ওভারের শেষ ডেলিভারিতে ফিল্ডিংয়ের সময় জো রুটের ক্যাচ নিতে গিয়ে সেই চোট পান সাউদি। চোট পেয়ে মাঠ ছেড়ে যান তিনি। এরপর আর খেলতে নামেননি। মাঠ ছাড়ার আগে তার অস্বস্তি খারাপ কিছুরই ইঙ্গিত দিচ্ছিল।

এরপর ট্রেন্ট বোল্ট বিকল্প ফিল্ডার হিসাবে তার স্থলাভিষিক্ত হন। পরবর্তীতে সাউদি ব্যাটও করতে নামেননি। সেই ম্যাচে নিউজিল্যান্ডের ১০০ রানের বড় পরাজয় দেখে। ইতিমধ্যেই স্ক্যান করা হয়েছে। সেখানে গুরুতর চোটই ধরা পড়েছে। আঙ্গুলের হাড় ভেঙে গেছে।

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে আহমেদাবাদে ইংল্যান্ডের বিপক্ষে নিউজিল্যান্ডের বিশ্বকাপ অভিযান শুরুর মাত্র ২০ দিন আগে এমন ঘটনা কিউই দলে শঙ্কা তৈরি করেছে। যদিও পর্যবেক্ষণে রাখা হয়েছে সাউদিকে। এখনই চূড়ান্ত করে কিছু বলা যাচ্ছে না।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here