স্পোর্টস ডেস্কঃ এবারের ক্লাব বিশ্বকাপ শিরোপা রিয়াল মাদ্রিদের। শনিবার রাতে আল হিলালকে হারিয়ে ক্লাব বিশ্বকাপে নিজেদের পঞ্চম শিরোপা জিতেছে স্প্যানিশ চ্যাম্পিয়নরা। দুটি করে গোল করেছেন দলটির দুই তরুণ ভিনিসিয়াস জুনিয়র ও ফেদে ভালভার্দে। অন্য গোলটি করিম বেনজেমার। ম্যাচ শেষে তাদের প্রশংসা করতে কুণ্ঠাবোধ করেননি কোচ কার্লো আনচেলত্তি।
ম্যাচ শেষে আনচেলত্তি বলেন, ‘আমরা খুবই খুশি। অষ্টমবারের মতো রিয়াল মাদ্রিদ বিশ্ব চ্যাম্পিয়ন। আমরা দারুণ খেলেছি আজ, বিশেষ করে আক্রমণভাগে ছিলাম দুর্দান্ত। ভিনিসিয়াস, বেনজেমা, ভালভার্দে। সবাই খুব ভালো করছে। তাদের স্কিল ও মান দেখাতে পেরেছে তারা। সব মিলিয়ে দারুণ ছিল।’
আনচেলত্তি আরো বলেন, ‘ভিনি উন্নতি করছে। গত বছরের শুরুতে এটা শুরু হয়েছিল। একইভাবে দলেরও উন্নতি হচ্ছে, চ্যাম্পিয়নস লিগ জিতেছে, এখন তারা বিশ্ব চ্যাম্পিয়ন। আমরা তাকে নিয়ে খুব সুখী, তার চেয়েও বড় কথা কারণ সে উন্নতি অব্যাহত রেখেছে। সে অনেক ছাপ রাখছে, গোল করছে, প্রতি খেলায় সে পার্থক্য গড়ছে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০