নিজস্ব প্রতিবেদকঃ দীর্ঘ ১৮ বছর পর ফিলিস্তিনের বিপক্ষে ড্রয়ের সম্ভাবনা তৈরি করেও শেষ রক্ষা হয়নি বাংলাদেশের। ইনজুরি সময়ের চতুর্থ মিনিটে গোল খেয়ে বিশ্বকাপ বাছাইয়ে আরেকটি হার নিয়ে মাঠ ছেড়েছে লাল-সবুজ জার্সিধারীরা।
শেষ মুহূর্তে গোল হজম করে হতাশার হার নিয়ে মাঠ ছাড়তে হয় জামাল ভূঁইয়াদের। তবে দিন শেষে র্যাঙ্কিংয়ে ৮৬ ধাপ এগিয়ে থাকা দলের বিপক্ষে এমন লড়াইয়ে খুশি কোচ হাভিয়ের কাবরেরা। দল নিয়ে গর্বিত হওয়া উচিত বলেও মন্তব্য করেছেন তিনি।
ম্যাচশেষে সংবাদ সম্মেলনে কাবরেরা বলেন, ‘ফুটবলে এমনটা হতে পারে। আমাদের দল নিয়ে গর্বিত হওয়া উচিত, বিশেষ করে প্রথমার্ধে আমরা জমাট ছিলাম। যদিও ওরা বল পজিশনে এগিয়ে ছিল, কিন্তু আমরা আধিপত্য করেছি, ভীত ছিলাম না। পরিস্থিতি ভালোভাবে সামাল দিয়েছি। অনেকগুলো কর্নার পেয়েছিল ওরা, সেগুলোও আমরা ভালোভাবে ডিফেন্ড করেছি। শেষদিকে আমরাও কিছু সুযোগ পেয়েছিলাম, কিন্তু কাজে লাগাতে পারিনি।’
কাবরেরা আরও বলেন, ‘দ্বিতীয়ার্ধেও ভালো শুরু করলাম। কিন্তু আবারও ছন্দ পতনের মুহূর্ত এলো, কিন্তু পরে আমরাও সম্ভবত জয়ের সুযোগ পেয়েছিলাম। কিন্তু শেষ পর্যন্ত শারীরিক শক্তিনির্ভর দলের বিপক্ষে আমরা জাল অক্ষত রাখতে পারলাম না; এটা হতে পারে। যাই হোক, ৯৪ মিনিট… আমাদের জন্য দারুণ ছিল। দল ভীষণ ইতিবাচক ছিল। এখন আমাদের জুনের পরবর্তী চ্যালেঞ্জ নিয়ে ভাবতে হবে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post