নিজস্ব প্রতিবেদকঃ আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শনিবার ঘোষিত দলে আছেন সাকিব আল হাসান ও লিটন দাস। দুজনই আইপিএল খেলতে যাওয়ার জন্য এই টেস্ট থেকে ছুটি চেয়েছিলেন। তবে বিসিবি সেই ছুটি মঞ্জুর করে নি। টেস্টে অধিনায়ক সাকিবের সহকারী থাকছেন লিটন।
দলে ফেরানো হয়েছে ওপেনার সাদমান ইসলামকে। বাংলাদেশের সর্বশেষ টেস্ট সিরিজের স্কোয়াড থেকে বাদ পড়েছেন জাকির হাসান। চোটের কারণে নেই তিনি। গত ডিসেম্বরে ভারতের বিপক্ষে লাল বলে অভিষেকে রেকর্ড গড়া সেঞ্চুরি করেছিলেন এই ওপেনার। ধারাবাহিক পারফর্মেন্সে সুযোগ পান ওয়ানডে দলেও।
তবে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগে হাতে চোট পান জাকির। ফলে ছিটকে যান সাদা বলের দল থেকে। এবার তাঁর নাম নেই টেস্টেও। সবশেষ ভারত সিরিজের দল থেকে বাদ পড়েছেন ইয়াসির আলি চৌধুরী রাব্বি, নুরুল হাসান, নাসুম আহমেদ, এনামুল হক বিজয় ও রেজাউর রহমান রাজা।
চোটের কারণে আগের টেস্টে না খেলা এবাদত হোসেন চৌধুরি ও শরিফুল ইসলাম ফিরেছেন দলে। চোট কাটিয়ে অভিজ্ঞ ওপেনার তামিম ইকবালও ফিরেছেন অনুমিতভাবেই। মঙ্গলবার থেকে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে শুরু হবে একমাত্র টেস্টটি। আগামীকাল রোববার থেকে শুরু হবে বাংলাদেশের দলের অনুশীলন।
বাংলাদেশের টেস্ট দল: সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, সৈয়দ খালেদ আহমেদ, এবাদত হোসেন, শরিফুল ইসলাম ও মাহমুদুল হাসান জয়।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০